এক্সপ্লোর
WB Board Madhyamik Result 2024: বাড়ল পাসের হার, মাধ্য়মিকে জেলার জয়জয়কার
WBBSE WB Board 10th Result 2024: ৮০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ। সামান্য বেড়ে পাসের হার ৮৬.৩১। এবারও টেক্কা জেলার।
![WBBSE WB Board 10th Result 2024: ৮০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ। সামান্য বেড়ে পাসের হার ৮৬.৩১। এবারও টেক্কা জেলার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/02/630865b70fad272d27d1bffb6d452fe1171462915909651_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফাইল ছবি
1/8
![ভোট-পর্বের মধ্যেই প্রকাশিত হল মাধ্যমিকের ফল। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষেরও বেশি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/02/b78c8fcda21f24563760d62561c299feae78a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভোট-পর্বের মধ্যেই প্রকাশিত হল মাধ্যমিকের ফল। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষেরও বেশি।
2/8
![এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় ফলপ্রকাশ হল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/02/e5e335ac77e4724ffbf05d79679aeef919687.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় ফলপ্রকাশ হল।
3/8
![গতবছরের তুলনায় এ বছর পাসের হার বেড়েছে। মাধ্যমিকে এ বছর ৮৬.৩১%। গতবছর পাসের হার ছিল ৮৬.১৫%।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/02/a55d4d1a3e8c3d2cb344e72091d1c43aadd3e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গতবছরের তুলনায় এ বছর পাসের হার বেড়েছে। মাধ্যমিকে এ বছর ৮৬.৩১%। গতবছর পাসের হার ছিল ৮৬.১৫%।
4/8
![এ বছর মাধ্যমিকে পাসের হারে সর্বোচ্চ কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, পাসের হারে ৩ নম্বরে কলকাতা, চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/02/968d333a71af4e1bcd4ef4af228f5c9743709.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এ বছর মাধ্যমিকে পাসের হারে সর্বোচ্চ কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, পাসের হারে ৩ নম্বরে কলকাতা, চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর।
5/8
![মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন। মেধাতালিকায় জেলার জয়জয়কার। কলকাতার এক পরীক্ষার্থী রয়েছে মেধাতালিকায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/02/bd9c834e239c18c72c67c5b69460ce5964216.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন। মেধাতালিকায় জেলার জয়জয়কার। কলকাতার এক পরীক্ষার্থী রয়েছে মেধাতালিকায়।
6/8
![দক্ষিণ ২৪ পরগনা থেকে সবথেকে বেশি ৮ জন ঠাঁই পেয়েছে মেধা তালিকায়। দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর থেকেও ৭ জন করে জায়গা পেয়েছে মেধা তালিকায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/02/c0c0bca69b4f23f1d2e2adc67ae0a43e8b3fb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দক্ষিণ ২৪ পরগনা থেকে সবথেকে বেশি ৮ জন ঠাঁই পেয়েছে মেধা তালিকায়। দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর থেকেও ৭ জন করে জায়গা পেয়েছে মেধা তালিকায়।
7/8
![কলকাতা থেকে একজন মেধা তালিকায় রয়েছে। এ বছর মাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন পরীক্ষার্থী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/02/8443f2ce94f89ffcd68aff73eff6868e3b3f9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কলকাতা থেকে একজন মেধা তালিকায় রয়েছে। এ বছর মাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন পরীক্ষার্থী।
8/8
![প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। তার প্রাপ্ত নম্বর ৬৯২। মেধা তালিকায় ৬৯১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ৩ জন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/02/f228a5a5f9532f6f093406bc220018028d999.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। তার প্রাপ্ত নম্বর ৬৯২। মেধা তালিকায় ৬৯১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ৩ জন।
Published at : 02 May 2024 11:29 AM (IST)
Tags :
WBBSE WB Board Madhyamik Result 2024 WB Board Madhyamik Result 2024 Live WB Madhyamik 10th Result 2024 WB 10th Result 2024 WB 10th Result 2024 Live West Bengal Board Result West Bengal Board Result Live WB Madhyamik 10th Resul WBBSE 10th Result WBBSE Class 10 Board Wb10.abplive.com Wbbse.wb.gov.inআরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)