এক্সপ্লোর
Vistadome Train: পাহাড়ের কোল ঘেঁষে সবুজের রাজ্যে কু..ঝিকঝিক, শনিবার থেকে উত্তরবঙ্গে ভিস্তা ডোম টুরিস্ট স্পেশাল ট্রেন

পাহাড়ের কোলে সবুজের রাজ্যে কু..ঝিকঝিক, শনিবার থেকে উত্তরবঙ্গে ভিস্তা ডোম টুরিস্ট স্পেশাল
1/10

নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার। ট্রায়াল রান হল ভিস্তা ডোম টুরিস্ট স্পেশাল ট্রেনের। আগামী শনিবার থেকে যাত্রী নিয়ে যাত্রা করবে এই ট্রেন।
2/10

IRCTC সূত্রে খবর, বুকিং শুরুর কয়েকঘণ্টার মধ্যেই ট্রেনের সব সিটের টিকিট বুক হয়ে গেছে।
3/10

পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ধোঁয়া ছেড়ে ছুটে যাবে ট্রেন। জানালার পাশে বসে মুগ্ধতায় ভরে যায় মন। দুদিকে ঘন সবুজ বনানী।
4/10

তার মধ্যে দিয়ে সর্পিল পথে ছুটে যাবে ট্রেনের চাকা।
5/10

শনিবার নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, এই পথেই ছুটে যাবে ভিস্তা ডোম টুরিস্ট স্পেশাল ট্রেনের নতুন কোচ।
6/10

বৃহস্পতিবার হল ট্রায়াল রান।
7/10

বিশেষ সুসজ্জিত কামরা শীততাপ নিয়ন্ত্রিত। কামরায় মাথার ওপর খোলা আকাশ... আশপাশও কাচের।
8/10

প্রতিটি ট্রেনে ৫টি কোচ। তার মধ্যে একটি একটি কোচ ভিস্তা ডোম। ট্রেনে মোট ৪৪টি সিট।
9/10

পর্যটকেরা একদিকে চেয়ারে বসেই অন্যদিকের জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারবেন।
10/10

NJP থেকে আলিপুরদুয়ার, সপ্তাহে দুটি ট্রেন যাতায়াত করবে। শুক্র, শনি, রবি, সকাল ৭টা ২০ তে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেবে একটি ট্রেন। ওই তিনদিনই দুপুর ২টোয় NJP-র উদ্দেশ্যে ছাড়বে অপর ট্রেন। তথ্য - বাচ্চু দাস
Published at : 27 Aug 2021 12:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
