এক্সপ্লোর
West Bengal Weather : বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি! বাংলায় কি তোলপাড় বৃষ্টি?
মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত।
![মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/271c9f02213bfdaa890db252da7caf7e169457004981453_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দক্ষিণবঙ্গে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস
1/8
![বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/85af0e3a8779619d31d1c512b5c124335dfab.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।
2/8
![বৃষ্টির দিনগুলি বাদ দিয়ে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। জানাল আবহাওয়া দফতর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/6274b7aae0d001b8650df8868ab28345f3b72.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বৃষ্টির দিনগুলি বাদ দিয়ে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। জানাল আবহাওয়া দফতর।
3/8
![আবহাওয়া দফতর জানাল বৃষ্টি চলবে অন্তত ৩ দিন। পূর্বাভাসে জানানো হয়েছে, মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/b4c45a8840df5d1570fbf51763f51b019f8a5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আবহাওয়া দফতর জানাল বৃষ্টি চলবে অন্তত ৩ দিন। পূর্বাভাসে জানানো হয়েছে, মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত।
4/8
![আগামী ২৪ ঘণ্টায় ওই ঘূর্ণাবর্ত, নিম্নচাপে পরিণত হবে। অবস্থান করবে ওড়িশা ও অন্ধ্র উপকূলের কাছকাছি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/14c190fdbb79ce8acbc1e7f176c9c6b65c561.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আগামী ২৪ ঘণ্টায় ওই ঘূর্ণাবর্ত, নিম্নচাপে পরিণত হবে। অবস্থান করবে ওড়িশা ও অন্ধ্র উপকূলের কাছকাছি।
5/8
![তবে এই রাজ্যে তার সরাসরি প্রভাব পড়বে না। পূর্বাভাস, ১২- ১৪ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/021ba10100ba23610c3040381f8ecefcfd9cd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে এই রাজ্যে তার সরাসরি প্রভাব পড়বে না। পূর্বাভাস, ১২- ১৪ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
6/8
![১৪ তারিখ পর্যন্ত উপকূলবর্তী জেলা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে তুলনামূলক বেশি বৃষ্টি হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/9d7b84777c415cb060b7381f6f7912185bed3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৪ তারিখ পর্যন্ত উপকূলবর্তী জেলা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে তুলনামূলক বেশি বৃষ্টি হবে।
7/8
![হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া ও হুগলিতে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/316440bdc9585b26321e915a8e8b9bc672e5e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া ও হুগলিতে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।
8/8
![আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির দিনগুলি বাদ দিয়ে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/6f0cdb0cc208ad70d1feb570d0dce68dcd8a0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির দিনগুলি বাদ দিয়ে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই।
Published at : 13 Sep 2023 07:25 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)