এক্সপ্লোর
Weather Update: বাতাসে আগুনের হলকা, বঙ্গে আরও বাড়বে তাপমাত্রার পারদ
West Bengal Weather: আগুন ঝরানো গরমের রেকর্ড স্পেল! গত ৫ বছরে এপ্রিলের শুরুতে একটানা এত বেশি গরম পড়েনি!
ছবি সৌজন্যে-পিটিআই
1/10

এ যেন অচেনা চৈত্র। তীব্র শুষ্ক গরমে জ্বলছে বাংলা। গত ৫ বছরে এপ্রিলের শুরুতে একটানা এত বেশি গরম পড়েনি।
2/10

দক্ষিণবঙ্গের ১১ জেলায় তাপমাত্রা ৪০-ডিগ্রির বেশি। আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বেলা বাড়লে লু বইবে।
Published at : 14 Apr 2023 11:56 AM (IST)
আরও দেখুন






















