এক্সপ্লোর
Weather Update: প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ! দুর্যোগ থেকে মুক্তি কবে ?
West Bengal Weather Update : আজ ও আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ! দুর্যোগ থেকে মুক্তি কবে ?
1/10

গতকাল থেকেই আকাশের মুখ ভার। ঠিক মতো দেখা মেলেনি সূর্যের। কখনও ঝিরেঝিরে বৃষ্টি, কখনও মুষলধারায়। এই পরিস্থিতিতে আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যে।
2/10

IMD সূত্রে খবর, আজ রাজ্যের ২৩ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
3/10

হলুদ সতর্কতা জারি করা হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।এর মধ্যে অধিকাংশ জেলায় ৭ থেকে ১১ সেমি অবধি বৃষ্টিপাত হতে পারে। ৩০ থেকে ৪০ কিমি বেগে প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে।
4/10

অপরদিকে, IMD সূত্রে খবর, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়া।
5/10

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাব রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন এলাকায়। সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে। যার জেরে আজ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।
6/10

কলকাতাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। সমুদ্র উত্তাল থাকায় ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
7/10

অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিমের জেলায়। রবিবার উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।
8/10

সোমবারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।
9/10

উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। রবিবার দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের দিকের দু- এক জেলায়।
10/10

মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ও সংলগ্ন উপকূলের অংশে। বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বৃহস্পতিবারেও।
Published at : 24 Aug 2025 02:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























