এক্সপ্লোর
Weather Update: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘনীভূত নিম্নচাপ, দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যে এই ৬ জেলায় প্রবল বর্ষণের পূর্বাভাস !
West Bengal Weather Update : আজ ও আগামীকাল কেমন আবহাওয়া থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ?
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘনীভূত নিম্নচাপ, দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যে এই ৬ জেলায় প্রবল বর্ষণের পূর্বাভাস !
1/10

এমনতেই চলতি বছরে অপেক্ষাকৃত বৃষ্টি হচ্ছে। গ্রীষ্মের শেষে যারা বৃষ্টির অপেক্ষায় ছিলেন, তাঁদেরও আশাপূরণ হয়ে গিয়েছে। বরং পুজোর আগে বাড়ি থেকে বেরেলোই বৃষ্টি হবে কিনা, এই আতঙ্কে বিরক্ত হচ্ছেন অনেকেই। পাশাপাশি ব্যাগের ওজন বাড়াচ্ছে ছাতা। একটা প্রশ্ন শুধু দুর্যোগ কাটবে কখন ? অবশেষে IMD অফিশিয়াল সাইটে এল সুখবর।
2/10

এদিন সকাল থেকেই অপেক্ষাকৃত আকাশ পরিষ্কার দক্ষিণ কলকাতায়। IMD সূত্রে খবর, আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
3/10

কিন্তু সেই তালিকায় নেই কলকাতা, হাওড়া , হুগলি, উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। আজ বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের প্রবল আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া।
4/10

অপরদিকে, উত্তরবঙ্গের উপরের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
5/10

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘনীভূত নিম্নচাপ। সক্রিয় মৌসুমী অক্ষরেখা। আকাশের মুখ ভার, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে।
6/10

অন্যদিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং অমাবস্যার জোড়া ফলায় উত্তাল সমুদ্র, সুন্দরবন ও গঙ্গাসাগরে প্রশাসনের তরফে মাইকে প্রচার করা হচ্ছে।
7/10

মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটক ও পুণ্যার্থীদের জন্য গঙ্গাসাগরে সমুদ্র-স্নানে নিষেধাজ্ঞা জারি করে মাইকে প্রচার করা হচ্ছে।
8/10

সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।
9/10

দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের দিকের দু- এক জেলায়।মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ও সংলগ্ন উপকূলের অংশে।
10/10

বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বৃহস্পতিবারেও।
Published at : 25 Aug 2025 04:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























