এক্সপ্লোর
West Bengal Weather : ঘাম ছুটল সরস্বতী পুজোয়, শীত কি একেবারে বিদায়ের পথে? জানাল আবহাওয়া দফতর
সরস্বতী পুজোর দ্বিতীয় দিন সোমবারও অতি ঘন কুয়াশার চাদরের মোড়া রইল সকাল। বাংলা, বিহার, ওড়িশার জেলায় জেলায় কুয়াশার পুরুস্তর আড়াল করল সূর্যের আলোকে।
West Bengal Weather : ঘাম ছুটল সরস্বতী পুজোয়
1/9

মাঘের মাাঝামাঝি ঠান্ডা উধাও। কার্যত বিদায় নেওয়ার পথে শীত। কুয়াশার চাদরে মোড়া সকাল। বেলা গড়ালেও মুখ দেখায়নি সূর্য। সরস্বতী পুজোর ভোরে অঞ্জলি দেওয়া হল শীতের কাঁপুনি ছাড়াই।
2/9

সরস্বতী পুজোর দ্বিতীয় দিন সোমবারও অতি ঘন কুয়াশার চাদরের মোড়া রইল সকাল। বাংলা, বিহার, ওড়িশার জেলায় জেলায় কুয়াশার পুরুস্তর আড়াল করল সূর্যের আলোকে।
Published at : 03 Feb 2025 07:01 AM (IST)
আরও দেখুন






















