এক্সপ্লোর
World Book Day: আজ বিশ্ব বই দিবস, কপিরাইট নিয়ে চলছে বিশ্বজুড়ে প্রচার
আজ বিশ্ব বই ও কপিরাইট দিবস
1/10

আজ বিশ্ব বই ও কপিরাইট দিবস। প্রতি বছরের ২৩ এপ্রিল দিনটি পালন করা হয়। আজকের দিনে জন্মগ্রহণ করেন ম্যানুয়েল মেইয়া ও মরিস ড্রাওন। অন্যদিকে, উইলিয়াম শেক্সপিয়র, মিগুয়েল ডে সেরভান্টেস ও জোশেফ প্লার প্রয়াণ দিবস আজ। সেই কারণেই বিশ্ব বই দিবস হিসেবে আজকের দিনটি বেছে নেওয়া হয়েছে।
2/10

ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৯৫ সালে ইউনেস্কোর সম্মেলনে বিশ্ব বই দিবস পালনের প্রস্তাব অনুমোদন করা হয়। অন্যান্য দিনগুলির থিম থাকলেও, বই ও কপিরাইট দিবসের আলাদা কোনও থিম নেই।
Published at : 23 Apr 2022 06:28 PM (IST)
আরও দেখুন






















