এক্সপ্লোর
Durgapur Drinking Water Row: দুর্গাপুর সিটি সেন্টার এলাকায় রাস্তায় স্তুপীকৃত প্রায় দেড় হাজার জলের পাউচ! হাহাকারের সময় কেন বন্টন করা হয়নি? ক্ষোভ
1/6

গোটা ঘটনা নিয়ে শাসকদলকে নিশানা করেছে বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের দাবি, কাটমানি থাকলে তৃণমূল আগ্রহী হত। মানুষের সঙ্গে সংযোগ নেই ওদের। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কিন্তু সাধারণ মানুষ রাজনীতি বোঝেন না। তাঁদের একটাই প্রশ্ন, এত জল মজুত থাকতে কেন বণ্টনে গাফিলতি করা হল? কেন এত জলকষ্ট ভোগ করতে হল। উত্তর চাইছেন তাঁরা।
2/6

দুর্গাপুর সিটি সেন্টার হাউজিং সোস্যাইটির কার্যকরী সভাপতি পীযুষ মজুমদারের দাবি, পুরসভার কাউন্সিলার, নেতা তখন জল বন্টন করে। আমাদের কিছুই জানানো হয়নি। কেন নষ্ট হয়েছে, তারাই বলতে পারবে। এক্ষেত্রে জেলা প্রশাসনের ওপর দায় ঠেলেছে তৃণমূল পরিচালিত দুর্গাপুর পুরসভা। মেয়র পারিষদ (জল)পবিত্র চট্টোপাধ্যায় বলেন, ট্যাঙ্কারে করে জল পাঠাই। পাউচ প্যাকেটে জল জেলা প্রশাসনের তদারকিতে বণ্টন হয়। সেটা আমাদের দায়িত্ব ছিল না। কেন নষ্ট হল, প্রশাসন বলবে। পুরসভা এব্যাপারে কিছু বলতে পারবে না। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়ে দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ্যপ্রসূণ কাজি বলেন, ব্যবস্থা নেব। গাফিলতি কাদের তদন্ত হবে।
Published at :
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
অটো






















