এক্সপ্লোর
Genelia D'Souza: বিগ বি-র সঙ্গে বিজ্ঞাপনে অভিনয় দিয়ে শুরু, চিনে নিন 'অ্যাথলিট' অভিনেত্রী জেনেলিয়াকে
Unknown Facts About Genelia: তাঁর অভিনয় দক্ষতার প্রশংসা করেন সকলেই। তিনি জেনেলিয়া ডি'সুজা। কিন্তু জানেন কি ছাত্রাবস্থায় খেলাধুলোর সঙ্গে প্রবলভাবে জড়িয়ে থাকতেন অভিনেত্রী? রইল আরও অজানান তথ্য।
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10

অনেকেই জানেন না যে জেনেলিয়ার নাম আসলে তাঁর মা জেনেট ও বাবা নীলের নামের মিশ্রণ। জেনেলিয়া নামের মানে 'বিরল' বা 'অনন্য'। তাঁর ডাক নাম 'জিনু'।
2/10

খেলাধুলোর প্রতি বিশেষ ভালবাসা আছে জেনেলিয়া ডি'সুজার। ছাত্রাবস্থায় রাজ্য স্তরের অ্যাথলিট ছিলেন তিনি এবং জাতীয় স্তরের ফুটবল খেলোয়াড় ছিলেন। তাঁর নিয়ম মাফিক লাইফস্টাইল ও ফিটনেস থেকে তাঁর 'স্পোর্টস পার্সন' সুলভ জীবনযাপনের আন্দাজ করা যায়।
Published at : 07 Aug 2023 11:24 AM (IST)
Tags :
Genelia D'Souzaআরও দেখুন






















