এক্সপ্লোর
Urmila Matondkar: দীর্ঘদিন নেই রুপোলি পর্দায়, হয়েছিল ক্যানসার ও! বলিউড থেকে পাকাপাকি সরে দাঁড়ালেন ঊর্মিলা মাতণ্ডকর?
Urmila Matondkar News: সদ্য একটি সাক্ষাৎকারে, এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ঊর্মিলা।
দীর্ঘদিন নেই রুপোলি পর্দায়, হয়েছিল ক্যানসার ও! বলিউড থেকে পাকাপাকি সরে দাঁড়ালেন ঊর্মিলা মাতণ্ডকর?
1/10

একটা সময়ে বলিউডে দাপিয়ে কাজ করেছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। তবে বেশ কয়েকটা বছর ধরেই রুপোলি পর্দা থেকে দূরে অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। তবে কি অভিনেত্রী বলিউডকে বিদায় জানালেন?
2/10

সদ্য একটি সাক্ষাৎকারে, এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ঊর্মিলা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বলিউডকে মোটেই তিনি বিদায় জানাননি, বরং তিনি এখন বেছে কাজ করায় বিশ্বাসী। তিনি এমন কোনও চরিত্রের অপেক্ষায় রয়েছেন, যেখানে দর্শক তাঁকে একেবারে নতুনভাবে দেখতে পাবেন।
Published at : 22 Dec 2025 08:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















