এক্সপ্লোর
Tripti Dimri: অভিনয়ে তুখোড় ‘বুলবুল’ মন দিলেন তারকা অভিনেত্রীর ভাইকে! নিজেই ফাঁস করলেন তৃপ্তি
Karnesh Sharma: প্রথম ছবি থেকেই জাত চিনিয়েছেন অভিনয়ে। জীবনে আরও একধাপ এগোলেন তৃপ্তি। সম্পর্ক নিয়ে রাখঢাকের বদলে, সোজাসাপটা তিনি।
'বুলবুল' ছবির একটি দৃশ্যে তৃপ্তি।
1/10

প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন তিনি। তার পর যত সময় গিয়েছে, একের পর এক ছবিতে অভিনেত্রী হিসেবে জাত চিনিয়েছেন নিজের। নবাগতা থেকে অন্যতম ভরসাযোগ্য অভিনেত্রী হয়ে উঠেছেন তৃপ্তি দিমরি।
2/10

নতুন বছরে আরও একধাপ এগোলেন তিনি। নিঃসঙ্কোচে জানিয়ে দিলেন, আর একা নেই তিনি, দোকা হয়েছেন। প্রেমিকের সঙ্গে একগুচ্ছ ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তৃপ্তি।
Published at : 01 Jan 2023 07:19 AM (IST)
আরও দেখুন






















