এক্সপ্লোর
Ram Setu: একদিকে নুসরত, অন্যদিকে জ্যাকলিন, সুন্দরীদের সামলাতে ব্যস্ত অক্ষয়

web-akshya-birthday-still-190321
1/7

বলিউডে আবারও এক নতুন ছবি। 'রাম সেতু'। যে ছবিতে অভিনয় করছেন নুসরত ভারুচা, জ্যাকলিন ফার্নান্ডেজ ও অক্ষয় কুমার।
2/7

সম্প্রতি এই তিন তারকা পাপরাজিৎদের ফ্রেমবন্দি হলেন মুম্বাইয়ের ব্যক্তিগত বিমানবন্দরে।
3/7

এদিন ‘রাম সেতু’ ছবির মহরত শটটির জন্য অযোধ্যা গেলেন অক্ষয়-নুসরত-জ্য়াকলিন।
4/7

ছবিতে দেখা যাচ্ছে, নুসরত ও জ্য়াকলিন দুজনেই একেবারে সাদা ট্রাডিশনাল পোশাকে সেজেছেন। অন্য়দিকে অক্ষয়ের পরনে ছিল জিন্স ও কালো শার্ট।
5/7

অক্ষয় নিজের টুইটারে হ্য়ান্ডেলে অযোধ্য়া যাওয়ার কথা লিখে জানিয়েছেন, ‘রাম সেতু’ একটি বিশেষ ছবি।
6/7

সূত্রের খবর অনুযায়ী, ‘রাম সেতু’-র মহরত শটটি রামজন্মভূমি চত্বরের নিকটে অনুষ্ঠিত হবে
7/7

‘রাম সেতু’ ছবিটির পরিচালনার দায়িত্বে আছেন পরিচালক অভিষেক শর্মা।
Published at : 19 Mar 2021 09:37 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
