এক্সপ্লোর
Alia Bhatt: শীতেও এত পেলব ত্বক আলিয়ার! এই কয়েকটি পদ্ধতি মেনে চললে পেতে পারেন আপনিও!
Alia Bhatt News: শীত হোক বা গরম, আলিয়া ভট্ট সবসময় প্রথমেই নজর দেন ত্বকের পরিচ্ছন্নতায়।

শীতে কীভাবে নিজের ত্বকের যত্ন নেন আলিয়া?
1/10

শীত মানেই তো রুক্ষ ত্বক, জেল্লাহীন। কিন্তু শীতেও কীভাবে নিজের ত্বকের যত্ন নেন আলিয়া ভট্ট (Alia Bhatt)? এক নজরে দেখে নেওয়া যাক আলিয়া ভট্টের শীতের ত্বকের যত্ন।
2/10

শীত হোক বা গরম, আলিয়া ভট্ট সবসময় প্রথমেই নজর দেন ত্বকের পরিচ্ছন্নতায়। নোংরা ত্বক বা মেক আপ নিয়ে কখনোই ঘুমোতে যান না আলিয়া।
3/10

ত্বক পরিষ্কার করার জন্য আলিয়া খুব হালকা, সুগন্ধিমুক্ত, ক্লেনজার ব্যবহার করেন। এই ধরণের ক্লেনজার ত্বকের তৈলাক্ত ভাবকে বজায় রাখে।
4/10

শীতে তো ত্বকে ময়শ্চরাইজার অত্যন্ত জরুরি। আলিয়া প্রত্যেকবার মুখ ধুয়ে ফেলার পরে ত্বকে ময়শ্চরাইজার লাগান। তবে সেই ময়শ্চরাইজার হালকা ও সুগন্ধীমুক্ত হয়।
5/10

আলিয়া ত্বকে টোনিং মিস্ট ব্যবহার করেন। এতে ত্বক যদি রুক্ষ থাকে বা ত্বকের যে কোনও ক্ষতি হয়ে থাকে তা খুব সহজেই সেরে যায়।
6/10

কেবল মুখের ত্বক নয়, আলিয়া সমান যত্ন নেন তাঁর ঠোঁটেরও। রোজ স্ক্রাবিং করার পরে তিনি লিপ বাম লাগিয়ে নেন ঠোঁটে।
7/10

বাড়ির বাইরে বেরলে এমনকি ঘরে থাকলেও আলিয়া সানস্ক্রিন লাগান। এর ফলে তাঁর ত্বক ক্ষতিকারক ইউভি রেজ ও ধুলো ময়লা থেকে বাঁচে।
8/10

আলিয়া ভট্ট মুখে ফেস সিরাম ব্যবহার করেন। এর ফলে তাঁর ত্বক থাকে আর্দ্র।
9/10

আলিয়া ভট্ট ডাবল ক্লেনজিং পদ্ধতি মেনে চলেন ও রাতে তিনি বিছানায় যাওয়ার আগে অবশ্যই সমস্ত মেক আপ ও নোংরা ধুয়ে তবে শুতে যান।
10/10

বাইরে বেরনো না থাকলে সাধারণত মেক আপ থেকে দূরেই থাকেন আলিয়া। যতটা সম্ভব নিজের ত্বককে রক্ষা করেন।
Published at : 22 Dec 2024 11:58 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
অফবিট
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
