এক্সপ্লোর
Amir Khan: প্রথম স্ত্রী রীনার সঙ্গে বিয়ের দিন হতাশায় ভুগছিলেন আমির? ঝামেলা পাকিয়েছিলেন জাভেদ মিঁয়াদাদ?
Amir Khan On Javed Miandad: মাত্র ২১ বছর বয়সে প্রতিবেশী রীনা দত্তকে ভালবেসে বিয়ে করেছিলেন আমির। যদিও সেই বিয়ে টেকেনি। এরপর প্রযোজক কিরণ রাওয়ের সঙ্গে বিয়ে হয় তাঁর। ২০২১ সালে তাঁরাও আলাদা হয়ে যান।
প্রথম স্ত্রী রীনার সঙ্গে আমির খান
1/9

বলিউড সুপারস্টার আমির খান। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি সিতারে জমিন পার। এই বলি তারকা সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবনের একটি কাহিনী শুনিয়েছেন।
2/9

মাত্র ২১ বছর বয়সে প্রতিবেশী রীনা দত্তকে ভালবেসে বিয়ে করেছিলেন আমির। যদিও সেই বিয়ে টেকেনি। এরপর প্রযোজক কিরণ রাওয়ের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু এই সম্পর্কেও ছেদ পড়ে গিয়েছে ২০২১ সালে।
Published at : 03 Jul 2025 10:51 AM (IST)
আরও দেখুন






















