এক্সপ্লোর
Amitabh Bacchan: 'পার্সোনালিটি রাইটস' রক্ষায় আদালতে 'বিগ বি', কী এই অধিকার?
Amitabh Bacchan News: যে আইন রক্ষায়- আদালতের দ্বারস্থ হলেন অমিতাভ, জানেন কী বলছে সেই আইনের ভাষা?
'পার্সোনালিটি রাইটস' রক্ষায় আদালতে 'বিগ বি', কী এই অধিকার?
1/10

অমিতাভ বচ্চনের গলার আওয়াজ, ছবি ও নাম ব্যবহার নিয়ে নতুন বিধিনিষেধ জারি করেছে দিল্লি হাইকোর্ট। যত্রতত্র তাঁর নাম ব্যবহার করা হচ্ছে ও এতে লঙ্ঘন হচ্ছে তাঁর 'পার্সোনালিটি রাইটস'
2/10

আজ দিল্লি হাইকোর্ট রায় দিয়েছে, শুধু গলার আওয়াজই নয়, অনুমতি না নিয়ে ব্যবহার করা যাবে না 'বিগ বি' (Big B)-র ছবি বা নামও। আজ অর্থাৎ ২৫ নভেম্বর থেকে জারি হয়েছে এই বিধিনিষেধ।
3/10

কিন্তু আপনি কী জানেন ঠিক কী এই পার্সোনালিটি রাইটস? আইনি ভাষায়, অনুমতি না নিয়ে কারও নাম, ছবি বা কন্ঠস্বর ব্যবহার করলে কী কী আইনি প্যাঁচে পড়তে হতে পারে কাউকে?
4/10

নিয়ম অনুযায়ী, কোনও বিখ্যাত ব্যক্তির নাম, ছবি ও কন্ঠস্বর তাঁর অনুমতি না নিয়ে ব্যবসায়ীক ক্ষেত্রে ব্যবহার করা যায় না। আর করলে, তা পার্সোনালিটি রাইটস লঙ্ঘন করা হয়।
5/10

কোনও খ্যাত ব্যক্তি জীবিত থাকাকালীন তো বটেই, এমনকি মৃত্যুর পরেও বলবৎ থাকে এই পার্সোনালিটি রাইটস। এটি একটি সিভিল আইন।
6/10

আইনের চোখে কোনও ব্যক্তির কন্ঠস্বর, ছবি ও নাম তাঁর সম্পত্তি ও এগুলি অনুমতি না নিয়ে ব্যবহার করা আইনের চোখে অপরাধ। কোনও ব্যক্তি আইনিভাবেও এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।
7/10

কোনও ব্যক্তির তাঁর কন্ঠস্বর, ছবি ও নামের ওপর সাধারণ অধিকার রয়েছে। এগুলি তাঁর অনুমতি ছাড়া কোনও ব্যবসায়ীক সূত্রে ব্যবহার করা যায় না। একজনের কন্ঠস্বর, ছবি ও নাম কোথায় কীভাবে ব্যবহৃত হবে তাঁর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ওই ব্যক্তির হাতেই।
8/10

অমিতাভ বচ্চনের ঘটনায়, দিল্লি হাইকোর্টের বিচারপতি নবীন চাওলা আজ জানিয়েছেন, অমিতাভ বচ্চন সুপরিচিত নাম। আর তাই বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা ব্যবসায়িক উদ্দেশ্যে তাঁর নাম, ছবি বা কন্ঠস্বর হামেশাই ব্যবহার করে থাকে। এর সবটা যে তাঁর অনুমতি নিয়ে করা হয় এমনটা নয়।
9/10

সূত্রের খবর, যত্রতত্র তাঁর গলা, ছবি ও নাম ব্যবহারে আপত্তি তুলে আবেদন জানিয়েছিলেন স্বয়ং শাহেনশাহই। আর তারপরেই এই নির্দেশ জারি করেছে দিল্লি হাইকোর্ট।
10/10

নতুন আইন অনুসারে, অমিতাভ বচ্চনের অনুমতি ছাড়া তাঁর ছবি, নাম অথবা কণ্ঠস্বর কোনোরকম ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। পাশাপাশি, তথ্যপ্রযুক্তি মন্ত্রক থেকে শুরু করে টেলিকম পরিষেবা প্রদানকারীদেরও নির্দেশ দেওয়া হয়েছে, এই ধরনের যা কিছু বাজারে রয়েছে সে সব তুলে নিতে হবে।
Published at : 25 Nov 2022 06:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























