এক্সপ্লোর
Ashopa Charu Birthday: জন্মদিনে রাজীবের কাঁধে মাথা, হাসিমুখ, বিশেষ আয়োজনের জন্য স্বামীকে ধন্যবাদ জানালেন চারু
Ashopa Charu and Rajeev Sen: আপাতত দুজনেই আলাদা রয়েছেন তাঁরা। ছোট্ট জিয়ানা থাকেন চারুর কাছেই। কিন্তু তাঁকে দেখা নিয়েও আইনি লড়াইয়ে জড়িয়েছেন রাজীব চারু
জন্মদিনে রাজীবের কাঁধে মাথা, হাসিমুখ, বিশেষ আয়োজনের জন্য স্বামীকে ধন্যবাদ জানালেন চারু
1/10

বরফ গলল? জন্মদিন কী কাছাকাছি আনল সুস্মিতা সেন (Sushmita Sen) -এর ভাই রাজীব সেন (Rajeev Sen) ও স্ত্রী অশোপা চারু (Ashopa Charu)-কে?
2/10

জন্মদিন ফুরিয়ে আসার আগেই সোশ্যাল মিডিয়ায় চারুর সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করলেন অভিনেতা। সঙ্গে রইল ছোট্ট মেয়ে জিয়ানাও।
3/10

রাজীব আর চারুর বিচ্ছেদের কথা বারে বারেই জল্পনা বা শিরোনামে থেকেছে। একবার বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েও ফের মেয়ে জিয়ানার জন্য একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা
4/10

ফের একবার সুযোগ দিতে চেয়েছিলেন তাঁদের সম্পর্ককে। কিন্তু সেই চেষ্টা ফলপ্রসূ হয়নি মোটেই। ফের বিচ্ছেদের কথাই জানান রাজীব-চারু।
5/10

আপাতত দুজনেই আলাদা রয়েছেন তাঁরা। ছোট্ট জিয়ানা থাকেন চারুর কাছেই। কিন্তু তাঁকে দেখা নিয়েও আইনি লড়াইয়ে জড়িয়েছেন রাজীব চারু।
6/10

স্ত্রীয়ের বিরুদ্ধে রাজীবের অভিযোগ, তাঁকে কন্যার সঙ্গে দেখা করতে দিচ্ছেন না চারু। অন্যদিকে সেই সমস্ত অভিযোগ উড়িয়ে চারুর দাবি, রাজীব যখন চান তখনই দেখা করতে আসতে পারেন মেয়ের সঙ্গে।
7/10

কিন্তু জন্মদিনে সব অভাব অভিযোগ উড়িয়ে চারুর উদ্দেশে আদুরে পোস্ট রাজীবের। সেখানে কখনও জিয়ানা ও চারুর সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গেল রাজীবকে
8/10

কখনও আবার রাজীবের কাঁধে মাথা রাখলেন চারু। রাজীব এই সমস্ত ছবি শেয়ার করে লিখছেন, 'শুভ জন্মদিন চারু। তোমায় অনেক ভালবাসা জানাই সুস্বাস্থ্য আর খুশি সর্বদা বজায় থাকুক।'
9/10

এই বার্তার অবশ্য কোনও উত্তর দেননি চারু। তবে অনেকেই কমেন্টবক্সে লিখেছেন, তাঁরা যেন বিচ্ছেদের সিদ্ধান্ত না নিয়ে ফের একসঙ্গেই থাকে। ছোট্ট জিয়ানাও নেটদুনিয়ায় বেশ জনপ্রিয়। তাঁর কথাও লিখেছেন অনেকেই।
10/10

রাজীবের সঙ্গে আজ ছবি শেয়ার করেছেন চারুও। তিনি লিখেছেন, আমার জন্মদিনটাকে এমন স্মরণীয় করে তোলার জন্য ধন্যবাদ
Published at : 27 Feb 2023 11:35 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























