এক্সপ্লোর
Celebrities Affected by Covid: পরমব্রত থেকে শুরু করে রুদ্রনীল, রাজ-শুভশ্রী, এই মুহূর্তে টলিউডে করোনা আক্রান্ত কে কে?
করোনা আক্রান্ত টলি তারকারা
1/10

একের পর এক করোনা কাঁটায় জেরবার টলিউড। এবার করোনা আক্রান্ত হলে পরমব্রত চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরমব্রত জানান তাঁর অসুস্থতার কথা। আজ নিজের ট্যুইটারে একটি পোস্ট করেন পরমব্রত। সেখানে তিনি লেখেন, 'গত ২৭ ডিসেম্বর আমার করোনার সামান্য উপসর্গ দেখা দেয়। নিয়মমাফিক করোনা পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসে। এরপর ৩০ তারিখ আমি কলকাতা ফিরি। জানুয়ারির ২ তারিখের মধ্যে আমার শরীরে করোনার যে সামান্য উপসর্গ ছিল তাও চলে যায়। আমি পুরোপুরি সুস্থবোধ করি। কিন্তু এর ২ দিন আগে আমায় একটি নিয়মরক্ষার জন্য ফের করোনা পরীক্ষা করাতে হয়েছিল। সেই রিপোর্টটি পজিটিভ এসেছে। অর্থাৎ আমি করোনা আক্রান্ত। ৩ দিন পর আমি আবার নিয়মমাফিক করোনা করোনা পরীক্ষা করাব।'
2/10

করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা ও রাজনীতিক রুদ্রনীল ঘোষও। সোশ্য়াল মিডিয়ায় নিজের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন অভিনেতা। সেইসঙ্গে সম্প্রতি যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেছেন তিনি।
Published at : 05 Jan 2022 05:21 PM (IST)
আরও দেখুন






















