এক্সপ্লোর
Kajol attends Durga Puja: উঁচু করে বাঁধা খোঁপা, হলুদ শাড়ি গায়ে জড়ানো, পুজোর তদারকিতে দেখা গেল কাজলকে
Durga Puja 2023: প্রবাসেও দুর্গাপুজো ঘিরে উৎসবের আমেজ। মায়ানগরীতে শারদোৎসবে মাতলেন অভিনেত্রী কাজল।

ছবি: পিটিআই।
1/10

হাজারো কাজ রয়েছে হাতে। কিন্তু উৎসবে সেসবের পরোয়া নেই। মুম্বইয়ে শারোদৎসবে মাতলেন অভিনেত্রী কাজল।
2/10

নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজোকে কেন্দ্র করে মায়ানগরীর বুকে একটুকরো বাঙালি পাড়া গড়ে উঠেছে। এর নেপথ্যে মুখোপাধ্যায়দের ভূমিকা অনস্বীকার্য।
3/10

তাই লোকমুখে মুখোপাধ্যায়দের পুজো হিসেবেই পরিচিত ওই পুজো। পরিবারের তারকা সদস্যরাই পুজোর দায়িত্বে রয়েছেন।
4/10

ষষ্ঠীর সন্ধেয় সেখানেই দেখা গেল কাজলকে। হলুদ শাড়ি, টানটান খোঁপা বেঁধে হাজির হন মণ্ডপে।
5/10

বছরের এই সময় গোটা পরিবার একত্রিত হয়। তাই ষষ্ঠীর সন্ধেয় পরিবারের সকলের সঙ্গে খোশগল্প করতেও দেখা গেল কাজলকে।
6/10

সকলের সঙ্গে হাজিমুখো পোজ দেন ক্যামেরার সামনে। কাজলের বোন শর্বাণী মুখোপাধ্যায়কেও দেখা যায় পুজোয়।
7/10

পুজোর ব্যবস্থাপনাও খুঁটিয়ে দেখেন কাজল। পায়ে হাত দিয়ে প্রণাম করেন পুরোহিতকে। তার পর কাঁসর-ঘণ্টা তুলে নেন হাতে।
8/10

যেখানেই থাকুন না কেন, প্রতিবছর দুর্গাপুজোয় হাজিরা দেনই কাজল। এবারও সেই রীতি বজায় রাখলেন তিনি।
9/10

স্বামী অজয় দেবগণ, ছেলে যুগও পুজোয় সঙ্গ দেন কাজলকে। খাবার পরিবেশনও করতে দেখা যায় তাঁদের।
10/10

ষষ্ঠীর দিন যদিও একাই মণ্ডপে যান কাজল। তাঁর সঙ্গী হয়েছিলেন শাশুড়ি। আগামী কয়েকদিন সেখানে কাজলকে নিয়মিত দেখা যাবে বলেই আশাবাকী অনুরাগীরা।
Published at : 21 Oct 2023 12:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
