এক্সপ্লোর
RRR Star Cast Fees: RRR ফিল্মের স্টার কাস্টে টাকার বৃষ্টি, কে নিলেন সবথেকে বেশি ফি ?
RRR : ছবি মুক্তির আগেই হিট ট্রেলর, আবার বাম্পার হিটের পথে এই সিনেমা।
1/6

RRR Star Cast Fees: 'বাহুবলী'র পর ফের বড় পর্দায় জাদু দেখাতে আসছেন দক্ষিণের জনপ্রিয় নির্দেশক এসএস রাজামৌলি। নতুন বছরে ৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে তাঁর ছবি RRR। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে ছবির ট্রেলার ঘিরে। বহুদিন ধরেই এই ছবির জন্য অপেক্ষা করছেন দর্শকরা।
2/6

রাজামৌলির RRR একটি বড় বাজাটের ফিল্ম। তাই এর স্টার কাস্টেও রাখা হয়েছে তারকা অভিনেতাদের। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দক্ষিণের সুপারস্টার অভিনেতা রাম চরণ, জুনিয়র এনটিআর, অভিনেত্রী আলিয়া ভট্ট ছাড়াও রয়েছেন অজয় দেবগনের মতো তারকারা। জেনে নিন এই ছবির জন্য কত পারিশ্রমিক পেয়েছেন এই তারকারা।
Published at : 25 Dec 2021 05:39 PM (IST)
আরও দেখুন






















