বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সলমন খানের জন্মদিন আগামীকাল। ৫৫ বছর বয়স হবে তাঁর। দেখে নিন ভাইজানের শৈশব থেকে কৈশোরের কিছু ছবি।
2/8
১৯৫৫ সালে ২৭ ডিসেম্বর মধ্য প্রদেশের ইন্দোরে তাঁর জন্ম হয়। তাঁর পুরো নাম আবদুল সেলিম সলমন খান।
3/8
মুম্বইয়ের বান্দ্রার সেন্ট স্টানিস্লাস হাই স্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি। গোয়ালিয়রের সিন্ধিয়া স্কুলেও কয়েক বছর পড়াশোনা করেছিলেন ভাইজান। অভিনেতার বড় ভাই আরবাজ খানও এই স্কুলে পড়েছেন।
4/8
পরিবারের কাছে বরাবরই খুব প্রিয় ভাইজান। বাবা মায়ের সঙ্গেই থাকেন তিনি। এই ছবিতে সেলিম খানের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে।
5/8
১৯৮৮ সালে বিবি হো তো অ্যাইসির মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি। 'মাইনে প্যায়ার কিয়া' থেকে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
6/8
সলমন অভিনিত ছবি 'বাগি: অ্যা রেবেল ফর লাভ' মুক্তি পায় ১৯৯০ সালে। ১৯৯১ সালে পাথর কে ফুল, সানাম বেওয়াফা এবং কুরবান ছবিও জনপ্রিয় হয়েছিল।
7/8
এই ছবিতে সলমন খানের সঙ্গে দেখা যাচ্ছে হৃতিক রোশন এবং শাহরুখ খানকে।