এক্সপ্লোর
কালো সোনালি পাশ্চাত্য পোশাকে 'কান'-এর মঞ্চে নজর কাড়লেন দীপিকা

দিপীকা পাড়ুকোন
1/10

প্রথম দিন তিনি সেজেছিলেন বাঙালি ফ্যাশান ডিজাইনারের শাড়িতে। আর দ্বিতীয় দিন বলিউডের মস্তানিকে দেখা গেল পাশ্চাত্য পোশাকে।
2/10

কান ফিল্ম ফেস্টিভ্যালে কালো সোনালি পোশাকে ক্যামেরাবন্দি দীপিকা পাড়ুকোন।
3/10

সোশ্য়াল মিডিয়ায় নিজের সাজের ছবি শেয়ার করে নিয়েছেন দীপিকা। খোলা চুলে দীপিকাকে মোহময়ী দেখাচ্ছে।
4/10

এ বারে 'কান'-এ ভারতের তরফে সামনে থেকে প্রতিনিধিত্ব করছেন দীপিকা পাড়ুকোন। বিশ্বের তাবড় পরিচালক, অভিনেতাদের ছবি যেখানে প্রদর্শিত হয়, সেখানে পুরস্কারের জন্য সেরা ছবি ঝাড়-বাছাইয়ের দায়িত্বে রয়েছেন দীপিকা।
5/10

এ বছর ঢের আগেই পৌঁছে গিয়েছেন দীপিকা। ফিউশন দিয়ে শুরু করলেও, সব্যসাচীর শাড়িতেই প্রচারের সব আলো শুষে নিয়েছেন দীপিকা।
6/10

ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি শাড়ি, ঝাড়বাতি কানের দুল, এবং চোখের মেকআপেই নজর কেড়েছেন তিনি।
7/10

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দীপিকা পাড়ুকোনের নতুন ছবি 'গেহরাইয়াঁ'
8/10

ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এই ছবি বাণিজ্যিকভাবে তেমন সফল না হলেও নজর কেড়েছিল দীপিকার অভিনয়।
9/10

আগামীতে শাহরুখ খানের বিপরীতে 'পাঠান' ছবিতে দেখা যাবে দীপিকাকে।
10/10

আপাতত শাহরুখ খানের সঙ্গে 'পাঠান' ছবির শ্যুটিং করছেন দীপিকা।
Published at : 19 May 2022 05:06 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
