এক্সপ্লোর
BAFTA 2024: 'বাফটা'র রেড কার্পেটে সব্যসাচীর ডিজাইন করা শাড়ি পরে নজর কাড়লেন দীপিকা
Deepika Padukone: এবারের 'বাফটা'র সঞ্চালনা করছিলেন ডেভিড টেন্যান্ট। সেখানে পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে যোগ দেন দীপিকা পাড়ুকোন। উপস্থাপক বা প্রেজেন্টার হিসেবে মঞ্চে ওঠেন, হিউ গ্রান্ট, দুয়া লিপা প্রমুখ।
বাফটায় দীপিকা পাড়ুকোন
1/10

প্রথমবার 'বাফটা'র মঞ্চে হাজির বলিউডের ডিভা, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবি: ইনস্টাগ্রাম
2/10

অনুষ্ঠিত হল ৭৭তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস, ভারতীয় সময় ১৯ ফেব্রুয়ারি ২০২৪, রাত সাড়ে ১২টা থেকে। ছবি: ইনস্টাগ্রাম
3/10

এদিনের তারকা খচিত অনুষ্ঠানে প্রেজেন্টার বা উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবি: ইনস্টাগ্রাম
4/10

আর সেখানেই নজর কাড়লেন ভারতীয় পোশাকে। ব্রিটিশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরলেন শাড়ি। ছবি: ইনস্টাগ্রাম
5/10

তারকা ডিজাইনার সব্যসাচীর তৈরি 'শিমারি' শাড়ির সঙ্গে মানানসই ব্যাকলেস ব্লাউজ। চুলে মেসি বান। মোহময়ী দীপিকা। ছবি: ইনস্টাগ্রাম
6/10

লন্ডনের 'রয়্যাল ফেস্টিভ্যাল হল'-এর লাল গালিচায় হাঁটলেন অভিনেত্রী। ভাইরাল হল ছবি ভিডিও। ছবি: ইনস্টাগ্রাম
7/10

দীপিকা পাড়ুকোন এদিন পরিচালক জোনাথন গ্লেজারের হাতে পুরস্কার তুলে দেন, 'বেস্ট ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ' বিভাগে তাঁর 'দ্য জোন অফ ইন্টারেস্ট' ছবির জন্য। ছবি: ইনস্টাগ্রাম
8/10

তবে এই প্রথম আন্তর্জাতিক স্তরের অনুষ্ঠানে দেশীয় পোশাকে হাজির হলেন দীপিকা পাড়ুকোন, এমন নয়। একই নজির রেখেছেন আগেও। ছবি: ইনস্টাগ্রাম
9/10

বেশ কয়েক বছর আগে যখন তিনি প্রথমবার 'কান ফিল্ম ফেস্টিভ্যাল'-এর রেড কার্পেটে হেঁটেছিলেন, তখন রোহিত বলের ডিজাইন করা শাড়ি পরেছিলেন। ছবি: ইনস্টাগ্রাম
10/10

রপর একবার তাঁকে সব্যসাচীর শাড়িতে দেখা যায়। ২০২২ সালের 'কান চলচ্চিত্র উৎসব'-এ তাঁকে আবু-সন্দীপের ডিজাইন করা শাড়িতে দেখা যায় যেখানে জুরির আসনে ছিলেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম
Published at : 19 Feb 2024 07:36 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























