বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্য়ে অন্য়তম দীপিকা পাড়ুকোন। তাঁর স্টাইল স্টেটমেন্টে মুগ্ধ আট থেকে আশি। সম্প্রতি আবারও খবরের শিরোনামে ধরা দিলেন এই তারকা।
2/7
উপলক্ষ্য় ছিল বোনের সঙ্গে ডিনার তাতেই বেশ অন্য়রকম লুকে ধরা দিলেন দীপিকা পাড়ুকোন।
3/7
শুক্রবার রাতে বোন অনিশা পাডুকোনের সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন বলিউডে মস্তাানি। সেখানে ছবি শিকারিদের ফ্রেমবন্দি হন তিনি।
4/7
দীপিকার বোন অনিশা পড়েছিলেন কালো টপ ও জিন্স। অনিশাকে এদিন মাস্ক পড়েই দেখা গেল।
5/7
দীপিকার পরনে এদিন ছিল কমলা টপ ও জিন্স। করোনা থেকে বাঁচতে তাঁর মুখে ছিল মাস্কও।
6/7
শুক্রবার রাতে মুম্বইয়ের একটি জাপানি রেস্তোরাঁর বাইরে দেখা যায় দীপিকা ও অনিশাকে
7/7
দীপিকা ও অনিশা দুজনকেই প্রায়শই সোশ্য়াল মিডিয়ায় ছবি শেয়ার করতে দেখা যায়।