এক্সপ্লোর
'Projapati': প্রেক্ষাগৃহে ১০০ দিন পার, এখনও হাউজফুল দেব-মিঠুনের 'প্রজাপতি'
100 Days of 'Projapati': ২০২২ সালের বড়দিনের আবহে, ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছিল এই ছবি। এরপরই ছবিটি জড়ায় একাধিক রাজনৈতিক বিতর্কে।

'প্রজাপতি'র ১০০ দিন পার
1/8

প্রেক্ষাগৃহে ১০০ দিন পার করল দেব, মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর অভিনীত ছবি প্রজাপতি।
2/8

সেই উপলক্ষ্যে সিনেমাহলে হঠাৎ হাজির হয়ে দর্শকদের চমকে দিলেন দেব স্বয়ং। শুধু কী তাই? সিনেমাহলে দর্শকদের সামনেই কেক কাটলেন দেব।
3/8

কেবল বাংলা নয়, বেঙ্গালুরু, চেন্নাইয়ের মতো জায়গাতেও ভাল ব্যবসা করেছে 'প্রজাপতি', এমনটাই দাবি পরিচালক অভিজিৎ সেন ও প্রযোজক অতনু রায়চৌধুরী ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফে।
4/8

২০২২ সালের ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছিল এই ছবি। 'প্রজাপতি' ছবি মুক্তির পরই জড়ায় রাজনৈতিক বিতর্কে।
5/8

রাজ্য সরকারের প্রেক্ষাগৃহ 'নন্দন'-এ এই ছবি মুক্তি পায়নি। শুরু হয় রাজনৈতিক তরজা।
6/8

অভিযোগ ওঠে ছবিতে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী থাকায় তা নন্দনে আনা হয়নি। তবে সেই বিতর্ক পাশে সরিয়েই দর্শকের মন জয় করেছে দেব ও মিঠুনের 'প্রজাপতি'।
7/8

এই ছবি এক বাবা ছেলের সমীকরণের গল্প বলেছে। দেবের বিয়ের জন্য মেয়ে খুঁজে আনতে উদ্যোগী মিঠুন। পুরনো বন্ধুর মেয়েকে দেবের জন্য পছন্দও করে ফেলেন 'বাবা' মিঠুন।
8/8

কিন্তু পেশায় ওয়েডিং প্ল্যানার দেবের পছন্দ শ্বেতাকে। মন না প্রয়োজন, কাকে বেছে নেবেন দেব, সেই উত্তর খুঁজতেই এক নিঃশ্বাসে দেখে ফেলা যায় 'প্রজাপতি'।
Published at : 03 Apr 2023 08:33 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
