শুধু দক্ষিণী সিনেমাতেই নয়, বলিউডেও অত্যন্ত জনপ্রিয় ধনুষ। কয়েকটি হিন্দি সিনেমা ও ধারাবাহিক সুপারহিট সিনেমার কারণে ধনুষের পরিচিত দেশের বিনোদন জগতের সর্বত্র। তাঁর অভিনয়ে পারদর্শীতা মুগ্ধ করছে দর্শকদের। সেই ধনুষ সম্পর্কে জেনে নেওয়া যাক কয়েকটি তথ্য।
2/7
ধনুষের আসল নাম ভেঙ্কটেশ প্রভু কস্তুরি রাজা। কিন্তু সিনেমা জগতে ধুনষ নামেই পরিচিত তিনি। ধনুষ অভিনেতা তো বটেই, সেইসঙ্গে চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও গায়কও। তিনি মূলত তামিল সিনেমায় কাজ করেন। তবে বলিউডেও খ্যাতি অর্জন করেছেন।
3/7
ধনুষ বিভিন্ন ধরনের রান্না করতে ও খাওয়াতে খুব ভালোবাসেন। ৩৭ বছরের এই অভিনেতার হোটেল ম্যানেজমেন্ট ডিগ্রিও রয়েছে। শেফ হতে চেয়েছিলেন তিনি। কিন্ত ডিরেক্টরদের পরিবারে জন্ম ধনুষকে শেষপর্যন্ত অভিনয় জগতেই পা রাখতে হয়। তাঁর প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল ২০০২-এ।
4/7
ধনুষ ও ঐশ্বর্য- ধনুষের থেকে দু বছরের বড় ঐশ্বর্য। ২০০৩-এ কোন্ডেন সিনেমার প্রিমিয়ারে দুজনের আলাপ। এরপর ২০০৪-এ বিয়ে করেন তাঁরা।
5/7
২০০৪-এর ১৮ নভেম্বর রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যকে বিয়ে করেছিলেন ধনুষ। ভগবান শিবের ভক্ত ধনুষ। ২০০৬-এ ধনুষ ও ঐশ্বর্যর পুত্রসন্তানের জন্ম হয়। ২০১০-এ আরও এক সন্তানের জন্ম হয়।
6/7
বিপুল জনপ্রিয় হোয়াই দিস কোলাবেরি ডি গান- মাত্র ছয় মিনিটের এই গান ধনুষের লেখা সবচেয়ে জনপ্রিয় গান। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, মাত্র ৩৫ মিনিটে গানের প্রথম রেকর্ডিং সম্পূর্ণ হয়েছিল।
7/7
ধনুষ নিরামিশাষী। ২০১১-তে এ ব্যাপারে বিশেষ সম্মান পেয়েছিলেন তিনি।