এক্সপ্লোর
Dhanush birthday: আজ জন্মদিন ধনুষের, অভিনেতা নয়, চেয়েছিলেন শেফ হতে
Dhanush birthday
1/7

শুধু দক্ষিণী সিনেমাতেই নয়, বলিউডেও অত্যন্ত জনপ্রিয় ধনুষ। কয়েকটি হিন্দি সিনেমা ও ধারাবাহিক সুপারহিট সিনেমার কারণে ধনুষের পরিচিত দেশের বিনোদন জগতের সর্বত্র। তাঁর অভিনয়ে পারদর্শীতা মুগ্ধ করছে দর্শকদের। সেই ধনুষ সম্পর্কে জেনে নেওয়া যাক কয়েকটি তথ্য।
2/7

ধনুষের আসল নাম ভেঙ্কটেশ প্রভু কস্তুরি রাজা। কিন্তু সিনেমা জগতে ধুনষ নামেই পরিচিত তিনি। ধনুষ অভিনেতা তো বটেই, সেইসঙ্গে চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও গায়কও। তিনি মূলত তামিল সিনেমায় কাজ করেন। তবে বলিউডেও খ্যাতি অর্জন করেছেন।
Published at : 28 Jul 2021 04:09 PM (IST)
আরও দেখুন






















