এক্সপ্লোর
Bollywood Actors: নায়ক হিসেবে জনপ্রিয়তা তুঙ্গে, কিন্তু চরিত্রের প্রয়োজনে নায়িকাও হয়েছেন এই বলি অভিনেতারা!
Bollywood Actors as Heroin: পর্দায় নায়িকা সেজে তাক লাগিয়েছেন যে নায়কেরা...
বলিউডে নারীর চরিত্রে তাক লাগিয়েছেন কারা?
1/8

বলিউডে তাঁরা জনপ্রিয় নায়ক তাঁরা। তাঁদের লক্ষ লক্ষ মহিলা অনুরাগী। তবে জানেন কি, বড়পর্দায় মহিলা সেজেও বাজিমাত করেছিলেন বলিউডের এই সব নায়ক! তাঁরা কারা? দেখে নেওয়া যাক সেই তালিকা।
2/8

জনপ্রিয় অভিনেতা গোবিন্দকে (Govinda) 'আন্টি নম্বর ১' সিনেমার মুখ্যচরিত্রে ভুলতে পারা অসম্ভব। আজও দর্শকের এই ছবিটির কথা মনে রয়েছে আর নারীর বেশে গোবিন্দর অভিনয় ভূয়সী প্রশংসা পেয়েছিল।
3/8

কমল হাসান (Kamal Hassan) 'চাচি ৪২০'-এ একজন মহিলার চরিত্রে অভিনয় করেছেন। এই চরিত্রটি এতটাই বিখ্যাত হয়েছিল যে এখন এটিকে অভিনেতার আইকনিক চরিত্রগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়।
4/8

অমিতাভ বচ্চনকে তাঁর সিনেমার গান 'মেরে অঙ্গনে মে'- তে মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল। একজন নারী সেজে এই গানে নাচ করেছিলেন তিনি। শতাব্দীর মহানায়কের এই চরিত্রটিও বেশ স্মরণীয় ছিল। এই গানে অমিতাভ বচ্চনের অভিনয় দক্ষতা খুব প্রশংসিত হয়েছিল।
5/8

এই তালিকায় বলিউড-এর ‘ভাইজান’ অর্থাৎ সলমন খানের (Salman Khan) নামও রয়েছে। 'জানেমন' ছবিতে অক্ষয় কুমারকে (Akshay Kumar) সাহায্য করার জন্য তাঁকে মহিলার সাজ নিতে হয়েছিল। এই দৃশ্যটি দর্শকদের মধ্যে ভীষণ জনপ্রিয় হয়েছিল। অনুরাগীরা আজও ভাইজান-এর এই দৃশ্যটির কথা মনে করেন।
6/8

আয়ুষ্মান খুরানাকে (Ayushmann Khurrana) তাঁর 'ড্রিম গার্ল' (Dream Girl) সিনেমার দুটি অংশেই মহিলার চরিত্রে দেখা গিয়েছিল। শুধু তাই নয়, ফিল্মে তিনি মহিলার কণ্ঠে কথাও বলেছিলেন। দর্শকদের আয়ুষ্মান খুরানার এই অভিনয় খুব পছন্দ হয়েছিল।
7/8

আমির খানকে (Amir Khan) বলিউডে ‘মিস্টার পারফেকসানিস্ট’ বলা হয়। জনপ্রিয় এই অভিনেতাও নারীর বেশে একটি নাচ করেছিলেন। ‘বাজি’ ছবিতে মহিলার বেশে নাচ করতে দেখা গিয়েছিল আমিরকে।
8/8

এই তালিকায় সইফ আলি খানের (Saif Ali Khan) নামও রয়েছে। তিনি 'হামসকলস' ছবিতে একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনেতা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে এই চরিত্রের জন্য করিনা কাপূর তাঁকে ঠোঁট বাঁকাতে শিখিয়েছিলেন।
Published at : 09 Jul 2025 01:07 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























