এক্সপ্লোর
Ramayana: রামানন্দ সাগরের রামায়ণে অভিনয় করতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছিলেন কে? রইল পুরো তালিকা
Ramananda Sagar Ramayana: রামানন্দ সাগরের রামায়ণ-এ অভিনয় করার জন্য কত পারিশ্রমিক নিয়েছিলেন রাম, লক্ষণ, সীতা, হনুমান?
রামানন্দ সাগরের রামায়ণে অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিক
1/8

রামানন্দ সাগরের রামায়ণ-এ অভিনেতা অরুণ গোভিল (Arun Govil) শ্রীরামের চরিত্র অভিনয় করে সবার মন জয় করেছিলেন। আজও মানুষ তাকে ভগবান রামের রূপেই যেন দেখেন। এখনও যেন রামানন্দ সাগরের রামায়ণ দর্শকদের কাছে চিরনতুন।
2/8

জানা যায়, কিছু অনুরাগী নাকি অরুণ গোভিলের আসল নামটাই জানতে না। তাঁকে রাম বলেই সম্বোধন করতেন। জানেন কী, এই চরিত্রে অভিনয় করার জন্য কত টাকা নিয়েছিলেন অরুণ। জানা যায়, সেই সময়ে ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন অরুণ গোভিল।
Published at : 04 Jul 2025 11:31 PM (IST)
আরও দেখুন





















