এক্সপ্লোর
Advertisement

Bengali Micro Series Mao: আসছে হুলো আর মেনির প্রেমকাহিনি 'ম্য়াঁও', অভিনয়ে মৈনাক-অনিন্দিতা

Bengali Micro Series Mao
1/8

এই প্রথবার বাংলায় আসতে চলেছে 'মাইক্রো সিরিজ' 'ম্য়াঁও'। যার মুখ্য় চরিত্রে অভিনয় করেছেন মৈনাক বন্দ্য়োপাধ্য়ায় ও অনিন্দিতা ভদ্র। এই 'মাইক্রো সিরিজ'টির পরিচালনা করেছেন পরিচালক শৌভিক মিত্র।
2/8

মহাশ্বেতা ওরফে মোমো আর সত্য়জিত ওরফে টিনটিন। ইয়াং, হ্য়াপেনিং ম্য়ারেড কাপল।
3/8

স্বভাবে দুজনে একেবারে বিপরীতপন্থী। মোমো হচ্ছে ডাকাবুকো, জাঁদরেল হুলোর মতন। আর টিনটিন একটু কেয়ারিং, নরম স্বভাবের মেনির মতন।
4/8

তাদের ভালবাসা এতটাই গাঢ় যে, টিনটিনের চাকরি ছেড়ে ফিল্মমেকার হতে চাওয়ার স্বপ্নকে সার্পোট করা, নিজের চাকরি সামলে টিনটিনের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া, এসবে দ্বিধা করে না মোমো।
5/8

নিজেদের পুরোনো প্রেমকে ঝালিয়ে নিতে তারা অ্য়ানিভার্সারি ট্রিপ প্ল্য়ান করে, তবে সেখানে গিয়ে কী হয়, সেটা জানার জন্য় দেখতে হবে 'ম্য়াঁও'।
6/8

'ম্য়াঁও'-তে একটি বিশেষ চরিত্রে দেখা মিলবে অভিনেতা আবির বন্দ্য়োপাধ্য়ায়ের।
7/8

বাংলা এই 'মাইক্রো সিরিজ'টির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন স্বাগত বন্দ্য়োপাধ্য়ায়। এটিতে গান গেয়েছেন সোমেশ্বর চন্দ্র।
8/8

'ম্য়াঁও' দর্শকের কতটা ভালোলাগবে এখন অপেক্ষা সেটাই দেখার।
Published at : 13 May 2021 04:44 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
