এক্সপ্লোর
হেমামালিনীকে বিয়ে করতে চেয়েছিলেন জিতেন্দ্র, এভাবে পরিকল্পনা বাধ সেধেছিলেন ধর্মেন্দ্র
1/6

উল্লেখ্য, সপনো কে সওদাগর-এৎ নায়িকা হিসেবে প্রথমে বৈজয়ন্তীমালার অভিনয়ের কথা ছিল, যাতে সঙ্গম সিনেমার জুটির জাদু ফের একবার পর্দায় তুলে ধরা যায়। কিন্তু বৈজয়ন্তীমালার সঙ্গে রাজের প্রেমপ্রসঙ্গ নিয়ে পরিবারে এতটাই ঝড় ওঠে যে সেই জুটি আর হতে পারেনি। বরং সিনেমায় সুযোগ পান দক্ষিণী সুন্দরী ও নৃত্যকলায় পারদর্শী হেমামালিনী।
2/6

১৯৪৮-এর ১৬ অক্টোবর জন্ম হেমামালিনীর। আজ তাঁর ৭২ তম জন্মদিন। সেইসঙ্গে বলিউডেও ৫০ বছর পূর্ণ হল তাঁর। বলিউডের গ্রেট শোম্যান রাজ কপূরের সঙ্গে ১৯৬৮-তে সপনো কে সওদাগর সিনেমা মুক্তি পেয়েছিল। ওই সময় হেমামালিনীর বয়স ছিল ২০। আর রাজ কপূরের ৪৪। নায়ক ও নায়িকার মধ্যে বয়সের ব্যবধান ছিল ২৪ বছরের। সেই সিনেমা দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। কিন্তু সপনো কে সওদাগর-এর নায়িকা দর্শকের ড্রিমগার্ল হয়ে ওঠেন।
Published at :
আরও দেখুন






















