এক্সপ্লোর
Highest Tax Paying Celebs: দৌড় থেকে ছিটকে গেলেন কেউ, কারও আবার চমকপ্রদ উত্থান, তারকা করদাতাদের তালিকায় চমক
Highest Tax Paying Celebrity: কেউ জায়গা হারালেন, করাও চমকপ্রদ উত্থান। —ফাইল চিত্র।
—ফাইল চিত্র।
1/14

রাজকোষে করবাবদ যে অর্থ জমা পড়ে, তার সিংহ ভাগ ওঠে সাধারণ মানুষের উপর দিয়েই। আয়ের নিরিখে তাবড় শিল্পপতিরা সম পরিমাণ কর কেন দেবেন না, এই প্রশ্ন আজকের নয়।
2/14

তবে এ ব্যাপারে বরাবরই ব্যতিক্রম তারকারা। আয়ের নিরিখে মোটা অঙ্কের কর দেন তাঁরা। তারকাদের কে, কত কর দিচ্ছেন, সেদিকে সকলেরই নজর থাকে। দীর্ঘ সময় এই তালিকায় উজ্জ্বল উপস্থিতি ছিল অক্ষয় কুমারের। কিন্তু এবছর প্রথম ১০-এ নেই তিনি। এমনকি পঙ্কজ ত্রিপাঠিও তাঁকে ছাপিয়ে গিয়েছেন।
Published at : 05 Sep 2024 03:30 PM (IST)
আরও দেখুন





















