এক্সপ্লোর
Finn Affleck: বাবা দু’বারের অস্কার বিজয়ী, মা জনপ্রিয় অভিনেত্রী, ১৫ বছর বয়সে রূপান্তরকামী তারকাসন্তান
Ben Affleck-Jennifer Garner: বেন অ্যাফ্লেক এবং জেনিফার গার্নারের দ্বিতীয় সন্তান খবরের শিরোনামে। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
1/10

পশ্চিমের দেশগুলিতে যৌনশিক্ষার প্রসার ঘটলেও, ভারতের মতো দেশ এখনও সেই নিরিখে পিছিয়ে। যে কারণে যৌন এবং লিঙ্গ পরিচয়ের মধ্যেকার ফারাকই বুঝতে পারি না আমরা অনেকে। সেই দিক থেকে পশ্চিমি দুনিয়ার মানুষজন যে অনেক এগিয়ে, আবারও তার পরিচয় মিলল। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
2/10

দু’-দু’বারের অস্কারজয়ী অভিনেতা, পরিচালক তথা প্রযোজক বেন অ্যাফ্লেক এবং জনপ্রিয় অভিনেত্রী জেনিফার গার্নারের সন্তান মাত্র ১৫ বছর বয়সে রূপান্তরকামী হিসেবে আত্মপ্রকাশ করল। ফাইল চিত্র।
Published at : 11 Apr 2024 12:19 PM (IST)
আরও দেখুন






















