এক্সপ্লোর
Mimi on Pet Dog: চিকুর পছন্দের খাবার, ফুল নিয়ে কবরস্থানে গেলেন মিমি
মিমি চক্রবর্তী
1/8

ছেড়ে চলে গিয়েছে খেলার সঙ্গী। পোষ্য চিকুর মৃত্যুতে এখন মনখারাপ মিমি চক্রবর্তীর। সোশ্যাল মিডিয়া জুড়ে কেবল তারই ছবি ভিডিও।
2/8

আজ চিকুকে যেখানে কবর দেওয়া হয় সেখানে যান মিমি। চিকুর কবরের ওপর ফুল দিয়ে, ধুপ জ্বালিয়ে প্রার্থনা করেন তিনি। সঙ্গে নিয়ে গিয়েছিলেন চিকুর প্রিয় খাবারও। সেই খাবার নিজে হাতে অন্য কুকুরদের খাইয়ে দেন মিমি। বাড়িতে চিকুর জন্য পুজোর আয়োজনও করা হয়েছিল।
Published at : 27 Apr 2021 10:04 PM (IST)
আরও দেখুন






















