এক্সপ্লোর
Bollywood on Mother's Day: মাতৃদিবসে বলি তারকারা বললেন, 'মায়ের থেকে বড় কেউ নেই'
বলিউড তারকাদের মাতৃদিবস
1/11

আজ মাতৃদিবস। মায়েদের দিন। মা শব্দের অর্থ কী টলি তারকাদের কাছে? মায়ের কথা বললে সবার প্রথম মনে পড়ে কোন স্মৃতি? পুরনো থেকে নতুন, স্মৃতি হাতড়ে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন বলিউডের তারকারা। সঙ্গে রইল মন ছোঁয়া বার্তাও। নিজের দুই ছেলে, মা ও শাশুড়িমায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী করিনা কপূর। তৈমুর ও ছোট ছেলের ছবি শেয়ার করে করিনা লিখেছেন, 'ওরাই আমায় আরও ভালো করে বাঁচবার আশা জোগায়।'
2/11

'আমি আমার জীবনে এমন দুজন নারীকে পেয়েছি যাঁরা রোজ উদাহরণ তৈরি করেন'। মা ও শাশুড়িমায়ের সঙ্গে ছবি পোস্ট করে আবেগঘন বার্তা প্রিয়ঙ্কা চোপড়ার।
Published at : 09 May 2021 08:53 PM (IST)
আরও দেখুন






















