এক্সপ্লোর
Bollywood Celebrities: কোনও গডফাদার ছিল না, নিজগুণেই তারকা এঁরা
নিজগুণেই তারকা যাঁরা।
1/10

সৌন্দর্য, প্রতিভা সবই ছিল। অথচ কেউ পার্শ্বচরিত্র হয়েই রয়ে গিয়েছেন। কারও বা গুজরান হয় আইটেম গানে নেচে। মায়ানগরীতে অভিনেতা হতে এসে ফাঁদে আটকে পড়ার এমন ভূরি ভূরি উদাহরণ রয়েছে।
2/10

কিন্তু বাবা, কাকা, দাদা ছাড়াই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন, হালফিলে এমন স্রোতের বিপরীতে মাথা তুলে থাকা তারকা-অভিনেতাদের সংখ্যা চোখে পড়ার মতো। শুধুমাত্র প্রতিভার জোরে এঁরা পরিচালক-প্রযোজকদের মন কেড়েছেন। আবার দর্শকও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের।
Published at : 13 Jan 2022 11:25 PM (IST)
আরও দেখুন






















