এক্সপ্লোর
Kanchan on Yaas Cyclone: ইয়াসের জেরে জলমগ্ন এলাকা, খাবার জোগানোর দায়িত্ব নিলেন কাঞ্চন
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/29/3b9a5869de48b62bc3c8fc05b4749b6d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কাঞ্চন মল্লিক
1/8
![একদিকে কোভিড, অন্যদিকে ইয়াসের ক্ষয়ক্ষতি। আজ উত্তরপাড়া ও কোন্নগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন তৃণমূলের সদ্য নির্বাচিত বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। অনেক পরিবারের হাতে তুলে দিলেন ত্রাণ। সঙ্গে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/29/71d68db3362be697fdbc3ca3c5ca6f4eea18f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একদিকে কোভিড, অন্যদিকে ইয়াসের ক্ষয়ক্ষতি। আজ উত্তরপাড়া ও কোন্নগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন তৃণমূলের সদ্য নির্বাচিত বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। অনেক পরিবারের হাতে তুলে দিলেন ত্রাণ। সঙ্গে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।
2/8
![আজ প্রথমে ইয়াসের জেরে ভেঙে যাওয়া বাঁধের এলাকা পরিদর্শন করতে যান কাঞ্চন। নির্বাচনী প্রচারের সময় একাধিকবার তিনি বলেছিলেন, গঙ্গার পাড় তাঁর ভারি প্রিয়। সেই গঙ্গার ধারেই ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড় ইয়াসে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/29/860b06a70887f3875985f0189ea35ef2ba3db.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ প্রথমে ইয়াসের জেরে ভেঙে যাওয়া বাঁধের এলাকা পরিদর্শন করতে যান কাঞ্চন। নির্বাচনী প্রচারের সময় একাধিকবার তিনি বলেছিলেন, গঙ্গার পাড় তাঁর ভারি প্রিয়। সেই গঙ্গার ধারেই ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড় ইয়াসে।
3/8
![ত্রাণ বিনিময় শেষে কাঞ্চন বলেন, 'কোভিড ও ইয়াস পরবর্তী পরিস্থিতিতে যদি মানুষের কিছুটা সাহায্য করা যায় সেই ভাবনা থেকেই এই আয়োজন।' আজ তেল, মুড়ি, বিস্কুট ও অন্যান্য শুকনো খাবার দুঃস্থ মানুষদের হাতে তুলে দেন কাঞ্চন ও কল্যান বন্দ্যোপাধ্যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/29/3c3eeaf847f989df74fc9502fbe03a07bf2e5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ত্রাণ বিনিময় শেষে কাঞ্চন বলেন, 'কোভিড ও ইয়াস পরবর্তী পরিস্থিতিতে যদি মানুষের কিছুটা সাহায্য করা যায় সেই ভাবনা থেকেই এই আয়োজন।' আজ তেল, মুড়ি, বিস্কুট ও অন্যান্য শুকনো খাবার দুঃস্থ মানুষদের হাতে তুলে দেন কাঞ্চন ও কল্যান বন্দ্যোপাধ্যায়।
4/8
![কাঞ্চন আরও বলেন, 'আমি ২০ নম্বর ওয়ার্ডের পরিস্থিতি দেখেছি। লকগেটের কাছে বাঁধ ভেঙে জল ঢুকেছে।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/29/25351e5095d78e6155f4be3da9299b8122847.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কাঞ্চন আরও বলেন, 'আমি ২০ নম্বর ওয়ার্ডের পরিস্থিতি দেখেছি। লকগেটের কাছে বাঁধ ভেঙে জল ঢুকেছে।'
5/8
![ওই এলাকার মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার উদ্যোগও নিয়েছেন কাঞ্চন। অভিনেতা বললেন, 'ওই এলাকার মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্তত কিছুদিন যাতে ওই মানুষদের নিখরচায় খাবারের বন্দোবস্ত করা যায় সেই চেষ্টা করছি।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/29/1dec9d461bcd886f93928db131f59a8c61f9d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ওই এলাকার মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার উদ্যোগও নিয়েছেন কাঞ্চন। অভিনেতা বললেন, 'ওই এলাকার মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্তত কিছুদিন যাতে ওই মানুষদের নিখরচায় খাবারের বন্দোবস্ত করা যায় সেই চেষ্টা করছি।'
6/8
![ইতিমধ্যেই উত্তরপাড়া এলাকায় কোভিড আক্রান্তদের জন্য রাজা প্যারিমোহন কলেজে সেফ হোমের ব্যবস্থা করছেন কাঞ্চন। স্বল্প উপসর্গযুক্ত রোগী সেখানে এসে সুস্থ হতে পারবেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/29/933a20a83b6d685b1476b4310ea2ceac50055.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইতিমধ্যেই উত্তরপাড়া এলাকায় কোভিড আক্রান্তদের জন্য রাজা প্যারিমোহন কলেজে সেফ হোমের ব্যবস্থা করছেন কাঞ্চন। স্বল্প উপসর্গযুক্ত রোগী সেখানে এসে সুস্থ হতে পারবেন।
7/8
![উত্তরপাড়ার পর কোন্নগর অঞ্চলেও আজ ত্রাণ বিতরণ করেন কাঞ্চন। কাজের সময়ও বার বার সামাজিক দূরত্ব মেনে চলা ও সাবধানতার কথা শোনা যায় অভিনেতার মুখে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/29/32693d575a018f836156bbc120a33c91bf861.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উত্তরপাড়ার পর কোন্নগর অঞ্চলেও আজ ত্রাণ বিতরণ করেন কাঞ্চন। কাজের সময়ও বার বার সামাজিক দূরত্ব মেনে চলা ও সাবধানতার কথা শোনা যায় অভিনেতার মুখে।
8/8
![ছবি ও তথ্য - তোর্ষা ভট্টাচার্য্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/29/98b82baf6c455ba0e50e06f65a832ed821b89.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি ও তথ্য - তোর্ষা ভট্টাচার্য্য
Published at : 29 May 2021 09:36 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)