এক্সপ্লোর
Kareena Home Visit: খুদেকে দেখতে সেফ-করিনার বাড়িতে গেলেন কারা?
সেফ এবং করিনার পরিবারের নতুন সদস্যকে দেখতে করণ জোহর, মনীশ মালহোত্রা
1/8

বলিউড পরিচালক করণ জোহর এবং ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা দেখতে সেফ এবং করিনার পরিবারের নতুন সদস্যকে। আজ, বুধবার সন্ধে নাগাদ সইফিনার ছোট ছেলেকে দেখতে যান তাঁরা। তারকা দম্পতির বাড়িতে ঢোকার সময় পাপারৎজির ক্যামেরার সামনে পোজ দিলেন পরিচালক এবং ডিজাইনার।
2/8

মনীশ মালহোত্রা একটা বড় বাক্সতে উপহার এনেছেন একরত্তির জন্য। বরবারই বলিউডের বেবোর সঙ্গে সুসম্পর্ক মনীশের। তাঁর ডিজাইন করা পোশাক মাঝেমধ্যেই পড়ে থাকেন করিনা।
Published at : 03 Mar 2021 08:21 PM (IST)
আরও দেখুন






















