এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Lata Mangeshkar last Rites: 'চলে যেতে যেতে...', শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যের প্রস্তুতি
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/308e0f1646356e7b8e0e12b81a46a3b4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Untitled_design_(1)
1/21
![বসন্তের আগেই থামল কোকিল কণ্ঠ। করোনা আক্রান্ত হয়ে ৯২ বছর বয়সে প্রয়াত লতা মঙ্গেশকর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/cf678dd86d726e0e032081b07bafc6c8f7e64.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বসন্তের আগেই থামল কোকিল কণ্ঠ। করোনা আক্রান্ত হয়ে ৯২ বছর বয়সে প্রয়াত লতা মঙ্গেশকর।
2/21
![সন্ধে সাড়ে ৬টায় মুম্বইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য। ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কেন্দ্রীয় সরকারের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/26b5eef28bf09b5a3a1a1827c77a524db8feb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সন্ধে সাড়ে ৬টায় মুম্বইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য। ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কেন্দ্রীয় সরকারের।
3/21
![কাল রাজ্যে অর্ধদিবস ছুটি। রবীন্দ্রসদনে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন। ১৫ দিন ধরে রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন জায়গায় বাজবে লতা মঙ্গেশকরের গান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/feba266dcac7a6a92d3f3b14dd6296c8da3a5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কাল রাজ্যে অর্ধদিবস ছুটি। রবীন্দ্রসদনে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন। ১৫ দিন ধরে রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন জায়গায় বাজবে লতা মঙ্গেশকরের গান।
4/21
![‘আমরা যদি তাঁর গান একটি একটি করে চালাতে থাকি, তাহলে আমরা একমাস ধরে তাঁর গান শুনতে পাব। কখনও একই গান আবার শুনব না। সারা দেশের সঙ্গে আমিও আমাদের নাইটিঙ্গেলের প্রয়াণে শোকাহত। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই,’ ট্যুইট অভিনেত্রী কাজলের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/959202f7e5bb46f3426a1ce1eedffdeb5c083.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
‘আমরা যদি তাঁর গান একটি একটি করে চালাতে থাকি, তাহলে আমরা একমাস ধরে তাঁর গান শুনতে পাব। কখনও একই গান আবার শুনব না। সারা দেশের সঙ্গে আমিও আমাদের নাইটিঙ্গেলের প্রয়াণে শোকাহত। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই,’ ট্যুইট অভিনেত্রী কাজলের।
5/21
![‘আপনার গান আমাদের হৃদয় স্পর্শ করেছিল এবং আমাদের মুখে হাসি এনে দিয়েছিল। শান্তিতে বিশ্রাম নিন লতা মঙ্গেশকরজি। আপনার উত্তরাধিকার পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে,’ ট্যুইট শিখর ধবনের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/0531f10f1f500193e08731232f0261c638cb1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
‘আপনার গান আমাদের হৃদয় স্পর্শ করেছিল এবং আমাদের মুখে হাসি এনে দিয়েছিল। শান্তিতে বিশ্রাম নিন লতা মঙ্গেশকরজি। আপনার উত্তরাধিকার পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে,’ ট্যুইট শিখর ধবনের।
6/21
![ট্যুইট করে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানালেন অভিনেতা অক্ষয় কুমারের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/99ad378d1069d99bb378e79d6940ba365c538.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ট্যুইট করে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানালেন অভিনেতা অক্ষয় কুমারের।
7/21
![‘আজ দুঃখের দিন। ভারতের নাইটিঙ্গেল লতা মঙ্গেশকরজি আর নেই। একটি যুগের অবসান। তিনি গানের মাধ্যমে মানুষের হৃদয়ে চিরকাল থেকে যাবেন। তাঁর প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই। তাঁর আত্মার শান্তিকামনা করি,’ ট্যুইট অভিনেতা অল্লু অর্জুনের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/03426972aef859700ebb3bc21a2ca6e63b594.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
‘আজ দুঃখের দিন। ভারতের নাইটিঙ্গেল লতা মঙ্গেশকরজি আর নেই। একটি যুগের অবসান। তিনি গানের মাধ্যমে মানুষের হৃদয়ে চিরকাল থেকে যাবেন। তাঁর প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই। তাঁর আত্মার শান্তিকামনা করি,’ ট্যুইট অভিনেতা অল্লু অর্জুনের।
8/21
![শিবাজি পার্কে আনা হল সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) নিথর দেহ। বাজানো হচ্ছে তাঁর একের পর এক গান। শুরু হয়েছে তাঁর শেষকৃত্যের প্রক্রিয়া।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/e20db69daafaa9b463b0895709653cd1c3f63.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শিবাজি পার্কে আনা হল সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) নিথর দেহ। বাজানো হচ্ছে তাঁর একের পর এক গান। শুরু হয়েছে তাঁর শেষকৃত্যের প্রক্রিয়া।
9/21
![গত ৮ জানুয়ারি করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ২৭ দিন ধরে তিনি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/63dd38b6d42bad2b55cc0ac29d3af840114fd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গত ৮ জানুয়ারি করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ২৭ দিন ধরে তিনি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
10/21
![আজ সকালে জীবনাবসান হয় সুর সম্রাজ্ঞীর। করোনার সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন গায়িকা। চিকিৎসায় সাড়া দিয়ে ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল তাঁর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/aad6e37210f93abdf214e4685747f928142ba.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ সকালে জীবনাবসান হয় সুর সম্রাজ্ঞীর। করোনার সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন গায়িকা। চিকিৎসায় সাড়া দিয়ে ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল তাঁর।
11/21
![বের করা হয়েছিল ভেন্টিলেশন থেকেও। তবে ফের তাঁর ফের স্বাস্থ্যের পরিস্থিতি সঙ্কটাপন্ন হওয়ায় নিয়ে যাওয়া হয়েছিল আইসিইউ-তে। গতকাল রাত থেকেই শারিরীক অবস্থার অবনতি হয়েছিল তাঁর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/26da8169e7dd24e01615c35a22253d806ab59.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বের করা হয়েছিল ভেন্টিলেশন থেকেও। তবে ফের তাঁর ফের স্বাস্থ্যের পরিস্থিতি সঙ্কটাপন্ন হওয়ায় নিয়ে যাওয়া হয়েছিল আইসিইউ-তে। গতকাল রাত থেকেই শারিরীক অবস্থার অবনতি হয়েছিল তাঁর।
12/21
![১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দৌরে জন্ম হয় লতা মঙ্গেশকরের। তাঁর বাবা দীনানাথ মঙ্গেশকর ছিলেন খ্যাতনামা মরাঠী, কোঙ্কনী সঙ্গীতশিল্পী এবং নাট্যশিল্পী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/312e58279fc7ed44429af82c39e81f2111e7b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দৌরে জন্ম হয় লতা মঙ্গেশকরের। তাঁর বাবা দীনানাথ মঙ্গেশকর ছিলেন খ্যাতনামা মরাঠী, কোঙ্কনী সঙ্গীতশিল্পী এবং নাট্যশিল্পী।
13/21
![মাত্র ৫ বছর বয়সে বাবার কাছেই গানের তালিম শুরু হয় ছোট্ট লতার। ১৯৪১ সালের ১৬ ডিসেম্বর গায়িকা হিসেবে পথ চলা শুরু হয় লতা মঙ্গেশকরের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/4b24c5d31e05ff7b3c6b1911252674afa152e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মাত্র ৫ বছর বয়সে বাবার কাছেই গানের তালিম শুরু হয় ছোট্ট লতার। ১৯৪১ সালের ১৬ ডিসেম্বর গায়িকা হিসেবে পথ চলা শুরু হয় লতা মঙ্গেশকরের।
14/21
![৩৬টিরও বেশি ভাষায় ৩০ হাজারের বেশি গান গেয়েছেন লতা মঙ্গেশকর। রেখে গেলেন তাঁর অনবদ্য সৃষ্টি এবং লক্ষ লক্ষ অনুরাগীকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/4c6dff9a87934b799ec3526ea509353010d9f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
৩৬টিরও বেশি ভাষায় ৩০ হাজারের বেশি গান গেয়েছেন লতা মঙ্গেশকর। রেখে গেলেন তাঁর অনবদ্য সৃষ্টি এবং লক্ষ লক্ষ অনুরাগীকে।
15/21
![একের পর এক সাফল্যের সোপান তিনি পেরিয়ে গিয়েছেন অবলীলায়। হয়ে উঠেছেন ভারতের নাইটিঙ্গল। প্রজন্মের পর প্রজন্ম বড় হয়েছে তাঁর গান শুনে। আর সঙ্গীত জগতের নক্ষত্রপতনে শোকের ছায়া সুরের জগতে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/a53d9c321e46e8ea2332aae5494e9f58eff22.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একের পর এক সাফল্যের সোপান তিনি পেরিয়ে গিয়েছেন অবলীলায়। হয়ে উঠেছেন ভারতের নাইটিঙ্গল। প্রজন্মের পর প্রজন্ম বড় হয়েছে তাঁর গান শুনে। আর সঙ্গীত জগতের নক্ষত্রপতনে শোকের ছায়া সুরের জগতে।
16/21
![গতকাল লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের অবস্থার অবনতি হওয়ার খবর পাওয়ার পরই দিদিকে দেখতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গিয়েছিলেন বোন আশা ভোঁসলে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/c140a04d826baaf691a92ce1f0b756f585749.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গতকাল লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের অবস্থার অবনতি হওয়ার খবর পাওয়ার পরই দিদিকে দেখতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গিয়েছিলেন বোন আশা ভোঁসলে।
17/21
![প্রায় এক মাস ধরে টানাপোড়েন। শেষমেশ চলেই গেলেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar Death)। রবিবার মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/7ca0748e9b45573c1f44005a3d4a985ba6e39.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রায় এক মাস ধরে টানাপোড়েন। শেষমেশ চলেই গেলেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar Death)। রবিবার মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
18/21
![আর তাঁর মৃত্যুতেই ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বলতম নক্ষত্রের পতন ঘটল। এই ক্ষতি কোনও কিছুতেই মেটানো যাবে না বলে জানালেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা (Haimanti Shukna)। তাঁর মতে, লতা মঙ্গেশকর তাঁর কাছে সাক্ষাৎ সরস্বতীই। লতার সান্নিধ্যে আসতে পারাকে সৌভাগ্য বলেও উল্লেখ করলেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/696f4d1e0e8e76b00c1e45348700bd4e5b848.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আর তাঁর মৃত্যুতেই ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বলতম নক্ষত্রের পতন ঘটল। এই ক্ষতি কোনও কিছুতেই মেটানো যাবে না বলে জানালেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা (Haimanti Shukna)। তাঁর মতে, লতা মঙ্গেশকর তাঁর কাছে সাক্ষাৎ সরস্বতীই। লতার সান্নিধ্যে আসতে পারাকে সৌভাগ্য বলেও উল্লেখ করলেন তিনি।
19/21
![মুখ্যমন্ত্রীর ট্যুইট, ' ভারতের প্রয়াত আইকন ভারতরত্ন লতা মঙ্গেশকরকে আমার অন্তরের শ্রদ্ধা। তাঁর পরিবার ও গোটা বিশ্বে তাঁর কোটি কোটি অনুরাগীদের আন্তরিক সমবেদনা। প্রতিভার নিরিখে তিনি সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গল। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই গ্রহের তাঁর সমস্ত ভক্ত ও অনুরাগীদের মতো আমিও তাঁর কণ্ঠস্বরে মুগ্ধ ছিলাম। '](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/fc7846e8744316f8cd34c269f1b6f2dbec649.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মুখ্যমন্ত্রীর ট্যুইট, ' ভারতের প্রয়াত আইকন ভারতরত্ন লতা মঙ্গেশকরকে আমার অন্তরের শ্রদ্ধা। তাঁর পরিবার ও গোটা বিশ্বে তাঁর কোটি কোটি অনুরাগীদের আন্তরিক সমবেদনা। প্রতিভার নিরিখে তিনি সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গল। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই গ্রহের তাঁর সমস্ত ভক্ত ও অনুরাগীদের মতো আমিও তাঁর কণ্ঠস্বরে মুগ্ধ ছিলাম। '
20/21
![লতা মঙ্গেশকরের প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইট, লতা দিদির কাছ থেকে যে অগাধ স্নেহ পেয়েছি, তা আমার কাছে সম্মান। ওঁর সঙ্গে যোগাযোগের স্মৃতি অবিস্মরণীয়। গোটা দেশের সঙ্গে আমিও লতা দিদির প্রয়াণে শোকাহত। ওঁর পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছি। ওঁ শান্তি। ট্যুইটে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/eacfb040ebf6b6e2466e3a905def458b631eb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
লতা মঙ্গেশকরের প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইট, লতা দিদির কাছ থেকে যে অগাধ স্নেহ পেয়েছি, তা আমার কাছে সম্মান। ওঁর সঙ্গে যোগাযোগের স্মৃতি অবিস্মরণীয়। গোটা দেশের সঙ্গে আমিও লতা দিদির প্রয়াণে শোকাহত। ওঁর পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছি। ওঁ শান্তি। ট্যুইটে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর।
21/21
![প্রবাদপ্রতীম শিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে গভীরভাবে শোকাহত দেশ থেকে বিদেশের অনুরাগীরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/f76876bbcb5e2e4fbb5e1a9f061a8daf26d1b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রবাদপ্রতীম শিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে গভীরভাবে শোকাহত দেশ থেকে বিদেশের অনুরাগীরা।
Published at : 06 Feb 2022 07:00 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)