আজ বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রীর ৫২ তম জন্মদিন। তবে বয়স যেন ছুঁতে পারেনি এই অভিনেত্রীকে। আজও অপরূপা ভাগ্যশ্রী।
2/8
বাড়ি থেকে পালিয়ে হিমালয় দসানিকে ভালবেসে বিয়ে করেন ভাগ্যশ্রী। দুজনই একই স্কুলে পড়তেন। এক সাক্ষাৎকারে ভাগ্যশ্রী জানান, তিনিই হিমালয়কে প্রোপোজ করার সম্মতি দিয়েছিলেন ইশারায়। ভাগ্যশ্রী হিমালয়কে বলেছিলেন, তুমি শুধু প্রশ্নটা করো, আমি না বলব না।
3/8
স্কুল জীবন থেকেই একে অপরকে পছন্দ করতেন ভাগ্যশ্রী ও হিমালয়। একদিন দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু, ভাগ্যশ্রীর বাবা বিজয় সিংহরাও মাধবরাও পটবর্ধন একেবারেই রাজি ছিলেন না। বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন দুজন।
4/8
১৯৯০ সালে মন্দিরে বিয়ে করেন ভাগ্যশ্রী-হিমালয়। 'ম্যায়নে প্যার কিয়া' ছবির নায়িকা যে রিয়েল লাইফেও সত্যিকারের ভালবেসেছেন, তা জীবনভর মেনে চলেছেন।
5/8
বিয়ের পর ভাগ্যশ্রী স্বামীর সঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয় করেন। 'কয়েদ মে হ্যায় বুলবুল', 'পায়ল', 'ত্যাগী' ছবিতে একসঙ্গে অভিনয় করেন দুজন। ভাগ্যশ্রী জানিয়ে দেন, স্বামী ছাড়া অন্য কারও সঙ্গে তিনি অভিনয় করবেন না। ফলে, ধীরে ধীরে ছবির অফার বন্ধ হয়ে যায়। ভালবাসার জন্য নিজের কেরিয়ারও বাজি রেখে দেন ভাগ্যশ্রী।
6/8
সলমন খানের বিপরীতে ১৯৮৯ সালে বলিউডে অভিষেক ঘটে ভাগ্যশ্রীর। শুরুতেই ব্লকবাস্টার হিট। ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন অভিনেত্রী। তাঁর নিষ্পাপ মুখ সকলের মন জয় করে নেয়।
7/8
তাঁর সংলাপ বলার ধরন লোকের মুখে মুখে ফিরতে শুরু করে। জিতে নেন ফিল্মফেয়ার বেস্ট ফিমেল ডেবিউ অ্যাওয়ার্ড।
8/8
তবে, বড় পর্দায় আসার আগে, ছোট পর্দায় অভিনয় করেন ভাগ্যশ্রী। অমোল পালেকরের কচ্চি ধূপ-সিরিয়ালে অভিনয় করেন তিনি।