এক্সপ্লোর
Patralekha in Pics: রাজকুমার রাওয়ের স্ত্রী পত্রলেখা সম্পর্কে এই তথ্যগুলো জানা আছে?

পত্রলেখা
1/10

বলিউড অভিনেত্রী পত্রলেখা। নিষ্পাপ সরল মুখের সৌন্দর্যে এই অভিনেত্রী দর্শকের মন জিতে নিয়েছেন খুব সহজেই।
2/10

'সিটিলাইটস' ছবি দিয়ে বলিউডে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন পত্রলেখা পাল। সেই ছবিতেই রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী।
3/10

গত বছর শেষের দিকে বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পত্রলেখা পাল। তার আগে অভিনেতার সঙ্গে বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন।
4/10

শোনা যায়, 'সিটিলাইটস' ছবির শ্যুটিংয়ের সময় থেকেই রাজকুমার রাও ও পত্রলেখার মধ্যে সম্পর্ক তৈরি হয়। দীর্ঘ ১১ বছর তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। ১১ বছর সম্পর্কে থাকার পর তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন।
5/10

পত্রলেখা পালের বাবা ছিলেন একজন চার্টার্ড অ্যাকাউন্টে। তিনি চাইতেন পত্রলেখাও সেই পেশাতেই আসুন. কিন্তু কমার্স নিয়ে পড়াশোনা করেও অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন তিনি।
6/10

অভিনয়ে আসার আগে বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। একাধিক নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন পত্রলেখা পাল।
7/10

অভিনেত্রী পত্রলেখা পাল শুধু অভিনয় করতেই পছন্দ করেন না, তিনি সিনেমা দেখতেও খুবই ভালোবাসেন। বলিউড ছবি হোক কিংবা আঞ্চলিক কোনও ছবি কিংবা বিশ্বের যেকোনও প্রান্তে তৈরি ছবি দেখতে খুবই ভালোবাসেন অভিনেত্রী।
8/10

অভিনয়কে যদি একপাশে রাখা হয়, তাহলে পত্রলেখা পাল অন্যান্য আরও বেশ কিছু বিষয়ে অত্যন্ত পারদর্শী। তিনি খেলাধুলোতেও সমান দক্ষ। বাস্কেটবল, সাঁতারের পাশাপাশি ঘোড়ায় চড়াতেও দক্ষ তিনি।
9/10

রাজকুমার রাওয়ের স্ত্রী পত্রলেখার সারমেয় প্রেমের কথা অজানা নয় অনুরাগীদের। তাঁর নিজেও বেশ কয়েকটি পোষ্য সারমেয় রয়েছে। অভিনেত্রীর শিলংয়ের বাড়িতে আটটি পোষ্য সারমেয় রয়েছে। বিগত বেশ কয়েক বছর ধরে সারমেয়দের জন্য নানা কাজ করে আসছেন অভিনেত্রী।
10/10

পত্রলেখা পাল শুধুমাত্র একজন ভালো অভিনেত্রীই নন, একজন প্রশিক্ষণপ্রাপ্ত ক্লাসিকাল ডান্সারও বটে। ছোটবেলা থেকেই তিনি ভারতনাট্যমে প্রশিক্ষণ নিয়েছেন।
Published at : 07 Feb 2022 08:04 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
