এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Judhajit-Deboleena: গাড়ি নিয়ে বেড়িয়ে হাইওয়েতে বিপদের মুখে যুধাজিৎ-দেবলীনা.. তারপর?
NH6: এই গল্পের শুরু হাইওয়েতে একটি গাড়ি খারাপ হয়ে যাওয়া নিয়ে। বব নামের এক ব্যবসায়ী ও তাঁর স্ত্রী নিমিশা একদিন সকালে নিমিশার বাপের বাড়ি যাওয়ার জন্য গাড়ি নিয়ে বের হয়
![NH6: এই গল্পের শুরু হাইওয়েতে একটি গাড়ি খারাপ হয়ে যাওয়া নিয়ে। বব নামের এক ব্যবসায়ী ও তাঁর স্ত্রী নিমিশা একদিন সকালে নিমিশার বাপের বাড়ি যাওয়ার জন্য গাড়ি নিয়ে বের হয়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/aa8de5a875ba15fccfe1775766868a4c169471760788449_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
যুধাজিৎ-দেবলীনার নতুন ওয়েব সিরিজ 'NH6', থাকছেন রাজেশও
1/10
![নতুন ওয়েব সিরিজে রাজেশ শর্মা (Rajesh Sharma) , দেবলীনা দত্ত (Deboleena Dutta) ও যুধাজিত সরকার (Judhajeet Sarkar)। মুক্তি পেল 'NH6'-এর প্রথম ঝলক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/d2bdd1833b5e030bd203407c786095631c324.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নতুন ওয়েব সিরিজে রাজেশ শর্মা (Rajesh Sharma) , দেবলীনা দত্ত (Deboleena Dutta) ও যুধাজিত সরকার (Judhajeet Sarkar)। মুক্তি পেল 'NH6'-এর প্রথম ঝলক
2/10
![থ্রিলার এই ওয়েব সিরিজের পরিচালক ও প্রযোজক জন হালদার। ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/44f5d40ff6d2ae2f9f212d167031bc8914664.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
থ্রিলার এই ওয়েব সিরিজের পরিচালক ও প্রযোজক জন হালদার। ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ।
3/10
![এই গল্পের শুরু হাইওয়েতে একটি গাড়ি খারাপ হয়ে যাওয়া নিয়ে। বব নামের এক ব্যবসায়ী ও তাঁর স্ত্রী নিমিশা একদিন সকালে নিমিশার বাপের বাড়ি যাওয়ার জন্য গাড়ি নিয়ে বের হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/81477f14529c52c4509cbf602d87edcc246d6.png?impolicy=abp_cdn&imwidth=720)
এই গল্পের শুরু হাইওয়েতে একটি গাড়ি খারাপ হয়ে যাওয়া নিয়ে। বব নামের এক ব্যবসায়ী ও তাঁর স্ত্রী নিমিশা একদিন সকালে নিমিশার বাপের বাড়ি যাওয়ার জন্য গাড়ি নিয়ে বের হয়।
4/10
![কিন্তু একটি নির্জন হাইওয়ের মধ্যে হঠাৎ তাঁদের গাড়ি খারাপ হয়ে যায়। উপায়ান্তর না দেখে, সাহায্য চায় বব।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/f70d59eaef1c345c7f48c230305d2a56ef0f8.png?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু একটি নির্জন হাইওয়ের মধ্যে হঠাৎ তাঁদের গাড়ি খারাপ হয়ে যায়। উপায়ান্তর না দেখে, সাহায্য চায় বব।
5/10
![কিন্তু হঠাৎ রাস্তা থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় ববের স্ত্রী নিমিশা। সাহায্যের জন্য উদভ্রান্ত হয়ে বব প্রথমে নিমিশাকে খোঁজা শুরু করে ও শেষে পুলিশের দ্বারস্থ হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/3e87e0314efb8fdbf710f9b9d81639234880d.png?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু হঠাৎ রাস্তা থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় ববের স্ত্রী নিমিশা। সাহায্যের জন্য উদভ্রান্ত হয়ে বব প্রথমে নিমিশাকে খোঁজা শুরু করে ও শেষে পুলিশের দ্বারস্থ হয়।
6/10
![কিন্তু সে কিছুতেই প্রমাণ করতে পারে না যে তার সঙ্গেই বেরিয়েছিল নিমিশা। অবশেষে একটি ফোন আসে ববের কাছে। জানানো হয়, নিমিশাকে অপহরণ করা হয়েছে। কে রয়েছে এই অপহরণের পিছনে, আসল ঘটনাই বা কি, তা জানা যাবে ওয়েব সিরিজের গল্পে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/65abd131eb235e79713ff250412f892d412f0.png?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু সে কিছুতেই প্রমাণ করতে পারে না যে তার সঙ্গেই বেরিয়েছিল নিমিশা। অবশেষে একটি ফোন আসে ববের কাছে। জানানো হয়, নিমিশাকে অপহরণ করা হয়েছে। কে রয়েছে এই অপহরণের পিছনে, আসল ঘটনাই বা কি, তা জানা যাবে ওয়েব সিরিজের গল্পে।
7/10
![এই ছবিটি নিয়ে যুধাজিৎ বলছেন, 'ঝাড়খণ্ডের আবহাওয়ায় এই সিরিজের শ্যুটিং কর বেশ কঠিন ছিল। গোটা গল্পের অধিকাংশ জুড়ে রয়েছে হাইওয়ে। আসল লোকসনে গোটা টিমকে নিয়ে শ্যুটিং করা খুব চ্যালেঞ্জিং ছিল। আমাদের পরিচালক যথেষ্ট খেটে ওয়েব সিরিজটি বানিয়েছেন। আর দেবলীনার সঙ্গে কাজ করা একটা দারুণ অভিজ্ঞতা। ওর সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। ওর সঙ্গে প্রত্যেকবার কাজ করেই অনেক কিছু শিখি।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/4773545e18de4a455c699703ac1a72e6e7651.png?impolicy=abp_cdn&imwidth=720)
এই ছবিটি নিয়ে যুধাজিৎ বলছেন, 'ঝাড়খণ্ডের আবহাওয়ায় এই সিরিজের শ্যুটিং কর বেশ কঠিন ছিল। গোটা গল্পের অধিকাংশ জুড়ে রয়েছে হাইওয়ে। আসল লোকসনে গোটা টিমকে নিয়ে শ্যুটিং করা খুব চ্যালেঞ্জিং ছিল। আমাদের পরিচালক যথেষ্ট খেটে ওয়েব সিরিজটি বানিয়েছেন। আর দেবলীনার সঙ্গে কাজ করা একটা দারুণ অভিজ্ঞতা। ওর সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। ওর সঙ্গে প্রত্যেকবার কাজ করেই অনেক কিছু শিখি।'
8/10
![অন্যদিকে দেবলীনা বলছেন, 'জনের পরিচালনায় কাজ করা একটা দারুণ অভিজ্ঞতা। যুধাজিতের সঙ্গে কাজ করা দারুণ একটা অভিজ্ঞতা। ও নিজের চরিত্রটা ভীষণ ভালভাবে ফুটিয়ে তুলেছে। রাজেশ শর্মা তো এই প্রোজেক্টটার অন্যতম বড় একটা প্রাপ্তি। আউটটোর শ্যুটে যেমন কষ্ট হয়েছে, তেমনই মজাও করেছি। ক্লিকের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/c441bc869386d5f06b0254c2ffa5f2fcd33a6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অন্যদিকে দেবলীনা বলছেন, 'জনের পরিচালনায় কাজ করা একটা দারুণ অভিজ্ঞতা। যুধাজিতের সঙ্গে কাজ করা দারুণ একটা অভিজ্ঞতা। ও নিজের চরিত্রটা ভীষণ ভালভাবে ফুটিয়ে তুলেছে। রাজেশ শর্মা তো এই প্রোজেক্টটার অন্যতম বড় একটা প্রাপ্তি। আউটটোর শ্যুটে যেমন কষ্ট হয়েছে, তেমনই মজাও করেছি। ক্লিকের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ।'
9/10
![এছাড়াও এই সিরিজে রয়েছেন, গৌরব মল্লিক ও মধুমিতা সেনগুপ্ত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/58ca2902d1b720b1f1016a04c92d8dbff9188.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এছাড়াও এই সিরিজে রয়েছেন, গৌরব মল্লিক ও মধুমিতা সেনগুপ্ত।
10/10
![এখনও প্রকাশ্যে আসেনি এই সিরিজের মুক্তির দিন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/16f8c1f716979de920615c56615777eb4dbaa.png?impolicy=abp_cdn&imwidth=720)
এখনও প্রকাশ্যে আসেনি এই সিরিজের মুক্তির দিন
Published at : 15 Sep 2023 12:27 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)