এক্সপ্লোর
Most awaited Indian web series: সিদ্ধার্থের 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' থেকে শুরু করে কাজলের 'দ্য ট্রায়াল', বছরের দ্বিতীয়ার্ধে কোন কোন সিরিজ অপেক্ষা করছে আপনার জন্য়?
Indian web series: ২০২৩-র প্রথম ছয় মাসে দর্শক পেয়েছে হিট ওয়েব সিরিজ। যার মধ্য়ে অন্য়তম, 'ফারজি','স্কুপ','অসুর সিজন ২',-র মত জনপ্রিয় শো। তবে এখানেই শেষ নয়, বছরের বাকি সময়টাতেও আসছে বেশ কিছু প্রোযেক্ট।
বছরের দ্বিতীয়ার্ধে কোন কোন সিরিজ অপেক্ষা করছে আপনার জন্য়?
1/10

গানস এন্ড গুলাব। নাম শুনেই বোঝা যাচ্ছে এই গল্প অপরাধ জগত ও প্রেমকে কেন্দ্র করে তৈরি হয়েছে। বলিউডসূত্রে খবর অনুযায়ী এই সিরিজে থাকবে নব্বই দশকের রোম্য়ান্সের ছোঁয়া। তবে এই সিরিজ মূলর ক্রাইম থ্রিলার।
2/10

'ফ্য়ামিলি ম্য়ান' খ্য়াত পরিচালক রাজ ও ডিকে এই সিরিজটির পরিচালনা করেছেন। এই সিরিজে মুখ্য় চরিত্রে দেখা যাবে রাজকুমার রাও ও দুলকর সলমনকে। নেটফ্লিক্সে দেখা যাবে এই সিরিজটি।
Published at : 13 Jul 2023 07:05 PM (IST)
আরও দেখুন






















