এক্সপ্লোর
KK Unknown Facts: বিজ্ঞাপনের 'জিঙ্গলস' দিয়ে শুরু করেছিলেন সুর-সফর, কেকের পড়াশোনার বিষয় ছিল বাণিজ্য!
Singer KK Unknown Facts: সরাসরি ছবিতে সুযোগ পাননি কেকে। তাঁর গানের কাজ শুরু হয়েছিল, বিজ্ঞাপনী 'জিঙ্গলস' তৈরি দিয়ে। একাধিক নামি সংস্থার বিজ্ঞাপনের জিঙ্গল বানিয়েছিলেন কেকে
গানের কাজ শুরু হয়েছিল, বিজ্ঞাপনী 'জিঙ্গলস' তৈরি দিয়ে
1/11

তাঁর সুরের সফর হঠাৎ থেমে গিয়েছিল এই কল্লোলিনী শহরের বুকেই। যিনি গলার যাদুতে ছুঁয়ে গিয়েছেন আট থেকে আশির মন, আরও অনেক সুর উপহার দেওয়ার আগেই হঠাৎ চলে যেতে হল তাঁকে। রাজার মতোই.. ঠিক যেমন করে চলে যাওয়ার কথা ছিল তাঁর, তবে এত তাড়াতাড়ি নয়।
2/11

ষ গানে তিনি যেন শুনিয়ে দিয়ে গিয়েছিলেন অমোঘ সত্যি... হাম রহে ইয়া না রহে কাল.. কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল..'।
Published at : 23 Aug 2023 11:47 AM (IST)
আরও দেখুন






















