এক্সপ্লোর
Satish Kaushik: মুম্বইয়ে প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকের জন্য প্রার্থনাসভার আয়োজন
Satish Kaushik Demise: সতীশ কৌশিকের প্রয়াণে শোকস্তব্ধ পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি ও তাঁর ফ্যানরা।
![Satish Kaushik Demise: সতীশ কৌশিকের প্রয়াণে শোকস্তব্ধ পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি ও তাঁর ফ্যানরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/45e16905842cbb8e7c6b035b92bdc3c81679336431664229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সতীশ কৌশিক
1/10
![সম্প্রতি প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেতা সতীশ কৌশিক। সোমবার তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মরণসভার আয়োজন করা হয় মুম্বইয়ে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/4cee7eeaa32efd75da0f0b8525bf713b72603.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সম্প্রতি প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেতা সতীশ কৌশিক। সোমবার তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মরণসভার আয়োজন করা হয় মুম্বইয়ে।
2/10
![বলিউডের তাবড় তারকারা উপস্থিত হয়েছিলেন এদিনের অনুষ্ঠানে। দেখা করেন প্রয়াত অভিনেতার পরিবারের সঙ্গে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/138e826ce9cf2bce12698be71495f96bec5f8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
বলিউডের তাবড় তারকারা উপস্থিত হয়েছিলেন এদিনের অনুষ্ঠানে। দেখা করেন প্রয়াত অভিনেতার পরিবারের সঙ্গে।
3/10
![সতীশ কৌশিকের সহকর্মী অনুপম খের, বনি কপূর, গুলশন গ্রোভার, বিবেক অগ্নিহোত্রী, জাভেদ আখতার, জ্যাকি শ্রফ, বিদ্যা বালান এসেছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/8063f621b134305062b180bb606b230cc4e75.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সতীশ কৌশিকের সহকর্মী অনুপম খের, বনি কপূর, গুলশন গ্রোভার, বিবেক অগ্নিহোত্রী, জাভেদ আখতার, জ্যাকি শ্রফ, বিদ্যা বালান এসেছিলেন।
4/10
![গত ৮ মার্চ নয়াদিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সতীশ কৌশিকের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/ae41052b6e88d6d4ae410001f0c700d1ff638.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
গত ৮ মার্চ নয়াদিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সতীশ কৌশিকের।
5/10
![৬৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। দিল্লিতে হঠাৎ অস্বস্তি বোধ করেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ রক্ষা হয়নি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/6e82a6521d44b0d0d160de9e813998d98f85f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
৬৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। দিল্লিতে হঠাৎ অস্বস্তি বোধ করেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ রক্ষা হয়নি।
6/10
![দিল্লিতে অভিশপ্ত সেই রাতে সতীশ কৌশিকের সঙ্গে ছিলেন তাঁর ম্যানেজার সন্তোষ রাই। তিনি এক সাক্ষাৎকার ঘটনার রাতের কথা জানিয়েছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/a5822095b30374c8f43419249b63253323105.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
দিল্লিতে অভিশপ্ত সেই রাতে সতীশ কৌশিকের সঙ্গে ছিলেন তাঁর ম্যানেজার সন্তোষ রাই। তিনি এক সাক্ষাৎকার ঘটনার রাতের কথা জানিয়েছেন।
7/10
![তিনি বলেন, সাড়ে ৮টা নাগাদ রাতের খাবার খাই। ৯ মার্চ সকাল ৮টা ৫০ মিনিটের বিমানে মুম্বই ফিরে আসার কথা ছিল আমাদের। উনি (সতীশ কৌশিক) বলেন, সন্তোষ, আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। সকালের ফ্লাইট ধরতে হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/139d3e0ef8daca20963f37ad2b0d52a732627.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
তিনি বলেন, সাড়ে ৮টা নাগাদ রাতের খাবার খাই। ৯ মার্চ সকাল ৮টা ৫০ মিনিটের বিমানে মুম্বই ফিরে আসার কথা ছিল আমাদের। উনি (সতীশ কৌশিক) বলেন, সন্তোষ, আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। সকালের ফ্লাইট ধরতে হবে।
8/10
![কিন্তু, রাত ১২টা ৫ মিনিট নাগাদ জোরে জোরে উনি আমার নাম ধরে ডাকতে থাকেন। দৌড়ে এসে জিজ্ঞাসা করি, 'স্যার, কী হয়েছে ? কেন চিৎকার করছেন ? ফোনেই বা কেন ডাকলেন না?'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/5f59ff1f0edf2ec145366a3f96c88892dfe7a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু, রাত ১২টা ৫ মিনিট নাগাদ জোরে জোরে উনি আমার নাম ধরে ডাকতে থাকেন। দৌড়ে এসে জিজ্ঞাসা করি, 'স্যার, কী হয়েছে ? কেন চিৎকার করছেন ? ফোনেই বা কেন ডাকলেন না?'
9/10
![উনি বলেন, শোনো, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কোনও ডাক্তারের কাছে নিয়ে চলো আমায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/67610b0b55470dab067a68ec55964600bbb1b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
উনি বলেন, শোনো, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কোনও ডাক্তারের কাছে নিয়ে চলো আমায়।
10/10
![অভিনেতা বলেন, 'সন্তোষ, আমি মরতে চাই না। আমাকে বাঁচাও। আমাকে বংশীকার জন্য বাঁচতে হবে। মনে হচ্ছে, আর বাঁচব না। শশী ও বংশীকার খেয়াল রেখো।' জানান তাঁর ম্যানেজার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/355d287e5de3be673eedcd13b1a11a8e1c36b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
অভিনেতা বলেন, 'সন্তোষ, আমি মরতে চাই না। আমাকে বাঁচাও। আমাকে বংশীকার জন্য বাঁচতে হবে। মনে হচ্ছে, আর বাঁচব না। শশী ও বংশীকার খেয়াল রেখো।' জানান তাঁর ম্যানেজার।
Published at : 20 Mar 2023 11:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)