এক্সপ্লোর
Leonardo DiCaprio: শিল্পীর নামে নামকরণ, বহুমুখী প্রতিভার অধিকারী, লিওনার্দো আজও ‘টাইট্যানিকে’র নায়ক
Celebrity Birthday: নানা চরিত্রে অভিনয় করেছেন। প্রতি পদে প্রমাণ করেছেন অভিনেতা হিসেবে দক্ষতা। কিন্তু 'টাইট্যানিক' আজও তাড়া করে বেড়ায় লিওনার্দোকে।
ফাইল চিত্র।
1/9

সরষের তেলের ট্যাঙ্কার উল্টে বিপত্তি, উলুবেড়িয়ায় জেলে পাড়া ব্রিজের কাছে দুর্ঘটনা
2/9

লিওনার্দোর বাবা জর্জ ডিক্যাপ্রিও এবং মা ইরমেলিন ইটালি ও জার্মান বংশোদ্ভূত। কলেজে পড়ার সময় ঘনিষ্ঠতা দু’জনের। সন্তানসম্ভবা অবস্থায় ইটালি বেড়াতে গিয়েছিলেন ইরমেলিন। সেখানে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি দেখার সময় গর্ভে থাকা সন্তানের নড়াচড়া প্রথম অনুভব করেন তিনি। তাতেই ছেলের নাম রাখেন লিওনার্দো।
Published at : 11 Nov 2022 11:39 AM (IST)
আরও দেখুন






















