জন্মদিনে নাকি ১০ খানা কেক এসেছে বাড়িতে! সারাদিন ধরে চলছে উদযাপন আর খাওয়া-দাওয়া। তারই মধ্যে এবিপি আনন্দকে তাঁর গোটা দিনের গল্প শোনালেন মনামী ঘোষ।
2/9
গতকাল রাতে নাকি ৬টা কেক এসেছিল বাড়িতে, সঙ্গে প্রচুর উপহারও। মনামী বলছেন, 'আজ সারাদিন বাড়িতেই ছিলাম। প্রচুর কেক কেটেছি। তারপর সন্ধেবেলা আরও ৪টে কেক এল।"
3/9
ফেসবুক লাইভে আসার অনুরোধ জানিয়েছিলেন অনেকেই। সেই আবদার মাথায় রেখেই জন্মদিনের সন্ধেতে নিজের ওয়ালে ফেসবুক লাইভে হাজির ছিলেন মনামী। শুভেচ্ছাবার্তায় ভরল তাঁর ফেসবুকের দেওয়াল।
4/9
সবচেয়ে ভালো কী উপহার পেলেন জন্মদিনে? অভিনেত্রী বলছেন, 'অনেক উপহার পেয়েছি। কিন্তু সেরা উপহার আমার পাওয়া নয়, দেওয়া। মাকে সবসময় টিভি দেখতে গেলে ডাইনিং রুমে আসতে হত। তাই মায়ের ঘরে একটা বিশাল বড় টিভি লাগিয়ে দিয়েছি।'
5/9
জন্মদিন মানেই তো পেটপুজো। মনামীর এই বিশেষ দিনে কী কী আয়োজন ছিল? অভিনেত্রী বললেন, 'মা দারুণ বিরিয়ানী রান্না করে। সেটা আমার খুব প্রিয়। আর দুপুরে তাই মায়ের হাতের বিরিয়ানী।আর রাতের মেনুতে পায়েস থাকতে পারে। এখনও জানি না।'
6/9
আপাতত ডান্স ডান্স জুনিয়ারের শ্যুটিং-এর কাজে ব্যস্ত মনামী। বিচারকের ভূমিকায় রয়েছেন তিনি। সেখানকার প্রতিযোগীদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে তাঁর। মনামী বলছেন, 'প্রতিযোগীরা পারফর্ম করলে বাড়ির লোকেদের মতো টেনশন হয়। ওদের নাচ খারাপ হলে আমারও মন খারাপ হয়।'
7/9
ধারাবাহিকের সঙ্গে সঙ্গে অন্যান্য কাজও চুটিয়ে করছেন মনামী। বললেন. 'একটা ওয়েব সিরিজের কথা চলছে। লুক টেস্ট চলছে। সবটা ফাইনাল হলে তবেই জানাতে পারব।'
8/9
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, 'আরও একটি নতুন বছর দেখতে পেয়ে আমি খুশি।'
9/9
সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ ছবি 'বেলাশুরু' তে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন মনামী। মুক্তির অপেক্ষায় রয়েছে শিবপ্রসাদ-নন্দিতার বেলাশুরু ও।