এক্সপ্লোর
ABP Exclusive: মহরৎ সারা, ডিসেম্বরের প্রথমে কলকাতা ও পুরুলিয়ায় নতুন ছবির শ্যুটিং করবেন যশ-নুসরত

মহরৎ সারা, ডিসেম্বরের প্রথমে কলকাতা ও পুরুলিয়ায় নতুন ছবির শ্যুটিং করবেন যশ-নুসরত
1/10

আনুষ্ঠানিক ঘোষণা। বৃহস্পতিবার শুভ মহরৎ হল নুসরত জাহান ও যশ দাশগুপ্তর প্রথম ছবি, 'মাষ্টারমশা আপনি কিছু দেখেননি'-র। শিলাদিত্য মৌলিকের পরিচালনায় এই ছবির প্রযোজনা করছেন এনা সাহা।
2/10

সদ্য 'চিনেবাদাম' ছবির শ্যুটিং শেষ করেছেন শিলাদিত্য। সেই ছবিতেও তাঁর নায়ক ছিলেন যশ, তবে নুসরতের সঙ্গে এটাই শিলাদিত্যের প্রথম কাজ।
3/10

অন্যদিকে আজ মহরতের পুজোয় উপস্থিত ছিলেন যশ, নুসরত ও শিলাদিত্য। একসঙ্গে বসে পুজো করেন তাঁরা, দেন অঞ্জলিও।
4/10

তবে এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বললেননি নুসরত বা যশ কেউই। হাতে হাত রেখে অনুষ্ঠানস্থল ছাড়েন তাঁরা।
5/10

পরিচালক জানিয়েছেন, এই ছবির শ্যুটিং শুরু হবে ডিসেম্বরের প্রথমেই। কলকাতা ও পুরুলিয়ার বিভিন্ন জায়গায় শ্যুটিং হবে।
6/10

কলেজ ও ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে এই ছবি হলেও এখানে একাধিক কলেজের গল্প থাকবে বলে জানিয়েছেন পরিচালক।
7/10

ছবিতে যশের চরিত্রের নাম শিবাশিস ও নুসরতের চরিত্রের নাম নীলাঞ্জনা। এই গল্পে আরও এক পুরুষ চরিত্র রয়েছেন, তবে তাঁর চরিত্রে কোন অভিনেতা অভিনয় করবেন এখনও চূড়ান্ত হয়নি।
8/10

ইতিমধ্যেই কাশ্মীরে ছবির একটি গানের শ্যুটিং হয়ে গিয়েছে। পরিচালক বলছেন, 'শ্যুটিং করতে গিয়েই বুঝেছি, যশ আর নুসরতের মধ্যে দারুণ রসায়ন, তার ওপর ওদের নিয়ে একটা উন্মাদনাও রয়েছে। সেটা ছবির ভালোর জন্যই কাজ করবে।
9/10

এদিন হালকা গোলাপি সালওয়ার কামিজ আর প্রিন্টেড ওড়না সেজেছিলেন নুসরত, সাদা শার্ট পড়েছিলেন যশ। সারাক্ষণ নুসরতকে আগলে রইলেন তিনি। পূজোর দক্ষিণা দেওয়ার সময়ও যশ নুসরতের হাতে নিজের ব্যাগ থেকে বের করে টাকা দেন।
10/10

ছবি নিয়ে উৎসাহি প্রযোজক এনা সাহাও। এবিপি লাইভকে এনা বললেন, 'যখন চিত্রনাট্য শুনেছি, মনে হয়েছে যশ আর নুসরতই চরিত্রের জন্য আদর্শ।' ছবি ও তথ্য - তোর্ষা ভট্টাচার্য্য
Published at : 18 Nov 2021 03:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
