এক্সপ্লোর
Raktabeej: চোখে সানগ্লাস, মাথায় হেলমেট 'রক্তবীজ' শ্যুটিং-এর নেপথ্য় দৃশ্য় শেয়ার করলেন মিমি
সোশ্য়াল মিডিয়ায় ইতিমধ্য়েই সমাদৃত হয়েছে 'রক্তবীজ'-এর ট্রেলার।

'রক্তবীজ' শ্যুটিং-এর নেপথ্য় দৃশ্য় শেয়ার করলেন মিমি
1/8

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'রক্তবীজ' বড় পর্দায় মুক্তি পাবে ১৯ অক্টোবর।
2/8

খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের প্রেক্ষাপটে এই প্রথমবার থ্রিলার ছবি পরিচালনা করছেন এই পরিচালকদ্বয়।
3/8

ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী অভিনীত এই ছবি নিয়ে চড়ছে দর্শকের উন্মাদনার পারদ।
4/8

আজ নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে শ্য়ুটিং-এর নেপথ্য় কিছু দৃশ্য়ের ছবি শেয়ার করলেন মিমি চক্রবর্তী।
5/8

ছবিতে দেখা যাচ্ছে চোখে সানগ্লাস, মাথায় হেলমেট পরে বাইক চালাচ্ছেন অভিনেত্রী।
6/8

এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, অনুসূয়া মজুমদারের, কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচার্য্য, অম্বরীশ ভট্টাচার্যের মত অভিনেতারা।
7/8

উল্লেখ্য়, থ্রিলার ঘরানার এই ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে আবির ও মিমিকে।
8/8

প্রসঙ্গত বিভিন্ন বিজ্ঞাপনে শিবপ্রসাদ ও নন্দিতার পরিচালনায় কাজ করলেও, এই প্রথম তাঁদের পরিচালনায় ছবিতে অভিনয় করবেন আবির।
Published at : 28 Sep 2023 07:35 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
