এক্সপ্লোর
Miss Universe Buenos Aires: বয়স কেবল সংখ্যা মাত্র! 'মিস ইউনিভার্স' তকমা জয় ষাটের 'তরুণী' আলেজ়ান্দ্রার
Alejandra Marisa Rodriguez: আলেজ়ান্দ্রা মারিসা রদ্রিগেজ়, আর্জেন্তিনার ৬০ বছর বয়সী 'তরুণী' আইনজীবী, ইতিহাসের পাতায় নাম খোদাই করলেন নিজের। বুয়েনাস আইরেসের 'মিস ইউনিভার্স' তকমা জয় করলেন তিনি।

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10

বয়স কেবল সংখ্যামাত্র। ঠিক এই কথাটাই সত্যি, সেটা প্রমাণ করে দেখালেন আলেজ়ান্দ্রা মারিসা রদ্রিগেজ়। কেন? ৬০ বছর বয়সে জিতলেন 'মিস ইউনিভার্স'-এর মুকুট। গড়লেন নতুন ইতিহাস।
2/10

আর্জেন্তিনার আলেজ়ান্দ্রা পেশায় আইনজীবী। বুয়েনাস আইরেসের 'মিস ইউনিভার্স' তকমা জয় করলেন তিনি। বয়সকে দেখালেন বুড়ো আঙুল। আজ তাঁর নাম গোটা বিশ্বের কাছে পরিচিত হল।
3/10

কারণ তিনিই প্রথম যে এই বয়সে সৌন্দর্য্য প্রতিযোগিতায় সেরার শিরোপা পেয়েছেন। ২৪ এপ্রিল অনুষ্ঠিত হওয়া সৌন্দর্য্য প্রতিযোগিতায় আরও ৩৪ জনের সঙ্গে নাম লেখান আলেজ়ান্দ্রা, যেখানে ছিলেন ১৮ বছর থেকে ৭৩ বছর বয়সী মহিলারা।
4/10

আর্জেন্তিনার বুয়েনাস আইরেস অঞ্চলের রাজধানী শহর লা প্লাতার বাসিন্দা আলেজ়ান্দ্রা। হাইস্কুল শেষ করে আলেজ়ান্দ্রা সাংবাদিকতাকে তাঁর পেশা হিসেবে বেছে নেন।
5/10

এরপর তিনি আইন নিয়ে পড়াশোনা শেষ করেন। এক আর্জেন্তিনীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আলেজ়ান্দ্রা বলেন, তিনি এক হাসপাতালে আইনি উপদেষ্টার পদে রয়েছেন।
6/10

তাঁর বিশ্বাস ছিল যে কোনও সৌন্দর্য্য প্রতিযোগিতার জন্য তাঁর বয়স পেরিয়েছে অনেকদিন। কিন্তু ২০২৩ সালে যখন নতুন নিয়ম চালু হয়, তাঁর দৃষ্টিভঙ্গী বদলায়।
7/10

'নিউ ইয়র্ক পোস্ট'-এর প্রতিবেদন অনুযায়ী, ১৯৫২ সালে, 'মিস ইউনিভার্স' প্রতিযোগিতায় সেই সকল মহিলারাই অংশ নিতে পারতেন যাঁদের বয়স ছিল ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। এছাড়া তাঁদের 'সিঙ্গেল' অর্থাৎ অবিবাহিত হতে হত এবং সন্তান থাকলেও চলত না।
8/10

যদিও, গত বছর, প্রতিযোগিতার নিয়ম বদলে বলা হয় ১৮ থেকে ৭৩ বছর বয়সী যে কোনও মহিলাই অংশ নিতে পারবেন।
9/10

আলেজ়ান্দ্রা রদ্রিগেজ়, যাঁর রূপ মোহিত করেছে বিশ্ববাসীকে, নিজের সৌন্দর্য্য ও সুস্বাস্থ্যের জন্য সুস্থ, পরিমিত জীবনযাপনকে সৌজন্য দিয়েছেন। নিজের খাদ্যাভ্যাস নিয়ম করে মেনে চলেন তিনি, এবং সক্রিয় থাকেন সবসময়, জানান আলেজ়ান্দ্রা।
10/10

সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'মূল বিষয় হল একটি সুস্থ জীবন, ভাল খাওয়া, শারীরিক কাজকর্ম করা।'
Published at : 28 Apr 2024 06:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
বিজ্ঞান
Advertisement
ট্রেন্ডিং
