এক্সপ্লোর
Richest South Indian Actors: কেউ ৩ হাজার কোটি, কেউ ২৮০০ কোটি টাকা, এত পরিমাণ সম্পত্তির মালিক দক্ষিণী সিনেমার এই তারকারা
কেউ ৩ হাজার কোটি, কেউ ২৮০০ কোটি টাকা, এত পরিমাণ সম্পত্তির মালিক দক্ষিণী সিনেমার এই তারকারা
1/5

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র তারকাদের জনপ্রিয়তার কথা সবাই জানেন। জনপ্রিয়তার পাশাপাশি অনেক দক্ষিণী তারকা বহু কোটি টাকার মালিকও। আর ১০০ বা ২০০ কোটি নয়, তাঁদের সম্পত্তির পরিমাণ হাজার কোটি টাকার বেশি। মাঝেমধ্যেই সিনেমা থেকে আয় ও বক্সঅফিস থেকে রোজগার নিয়ে আলোচনা শোনা যায়। এখন দেখে নেওয়া যাক, দক্ষিণের কয়েকজন সুপারস্টারের সম্পত্তির পরিমাণ সম্পর্কে।
2/5

নাগার্জুন: দক্ষিণী সুপারস্টার নাগার্জুন হিট সিনেমাই নয়, তাঁর বিলাসবহুল জীবনযাপনের জন্যও পরিচিত। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নাগার্জুনের সম্পত্তির পরিমাণ ৩ হাজার কোটি টাকার বেশি। অভিনেতার হায়দরাবাদেই ব্লু ক্রস নামে একটি এনজিও রয়েছে। ভাই আক্কিনেনি ভেঙ্কট রত্নমের সঙ্গে তাঁর একটি প্রোডাকশন হাউসও রয়েছে। যার নাম অন্নপূর্ণা স্টুডিও।
Published at : 18 Jul 2021 07:19 AM (IST)
আরও দেখুন






















